সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সাব-ইন্সপেক্টর রেহানুল ইসলামের নেতৃত্বে পোস্ট অফিস রোডস্থ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ জিন্না (৬৩) নামের এক ব্যক্তিকে আটক করে।
আটক জিন্নার বাড়ি মুন্সীগঞ্জ জেলার নয়াগাঁও পশ্চিম পাড়া। তিনি বর্তমানে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।