কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের আলোচিত ইউপি সদস্য ইউনুস মেম্বর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল করিম (৩৬) কে কক্সবাজার পৌর এলাকার একটি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, ০৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সোর্সের তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সদর হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন হাসপাতালের ৭ম তলায় পুরুষ ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামী চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি র্যাবের হেফাজতে রয়েছেন।
গত ০৫ নভেম্বর কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গীখালী এলাকার একটি ব্রিজের নিচ থেকে স্থানীয় ইউপি সদস্য ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এজাহার সূত্রে জানা যায়, ০৪ নভেম্বর রাতে স্থানীয় মোঃ আলমের দক্ষিণ ফুলের ডেইল এলাকার বাড়িতে ইউনুস মেম্বরসহ ১০-১১ জন দাওয়াতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে তাকে আটকে রেখে পরিবারের কাছে ৬০-৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভিকটিমের স্ত্রী ও গ্রামবাসী ইউনুসকে খুঁজতে গেলে আসামিরা ভয়ঙ্করভাবে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর ০৬ নভেম্বর ইউনুস মেম্বরের স্ত্রী বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে স্থানীয় সোর্স ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়
নাম: রেজাউল করিম (৩৬)
পিতা: মৃত আবুল কাশেম
ঠিকানা: দারগাহ পাড়া, ৫নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।