নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির অভিযোগে চিহ্নিত একটি সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোটরবাইক উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ও র্যাব-০২ এর একটি যৌথ দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৩ ডিসেম্বর রাত ১০টায় ডিএমপি’র হাজারীবাগ থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আড়াইহাজার এলাকার চিহ্নিত ডাকাত চক্র ‘তৈয়বুর-রানা গ্রুপ’-এর প্রধান ১) তৈয়বুর (২৩), পিতা—জাকারিয়া, সাং-ঝাউগড়া এবং ২) রানা (২৮), পিতা—আমান উল্লাহ, সাং-বরদা-কে গ্রেফতার করা হয়।
সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার ও পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাতে বেড়িয়ে মধ্যবিত্ত যুবকদের টার্গেট করে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়ে ওঠে। বিভিন্ন সময় গুলিবর্ষণ করে মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক ঘটনা ঘটে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও ভাইরাল হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে—বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল ‘তৈয়বুর-রানা গ্রুপ’। তাদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে র্যাব-১১ গোপন নজরদারি ও তথ্য সংগ্রহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।