নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে রূপগঞ্জ থানার বড় আলু পাড়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রমে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে।

মাদক নির্মূলে র‌্যাব-১১ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়। এসময় রূপগঞ্জের বড় আলু পাড়াগাঁও এলাকার একটি বসতঘর থেকে সাজিবুর রহমান (৬১) কে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজিবুর রহমান দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে সীমান্ত এলাকা থেকে বড় চালানে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা এবং আশপাশের জেলায় সরবরাহ করতো বলে র‌্যাবের কর্মকর্তারা জানান।

অভিযানে উদ্ধারকৃত গাঁজা জব্দ এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।