মোঃ কামাল পাঠানঃ

ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ মাহন মিয়া এবং উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করেন।