সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম-এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মনির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ২৪/১১/২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ
থানাধীন বিহারী পট্টি সুমিল পাড়াস্থ কাউন্সিলর অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের
নাম-ঠিকানা ১। মোঃ মুজাহিদ (৩২), পিতা- আলী হোসেন, মাতা- বেগম শাহেদা, সাং- বিহারী পট্টি সুমিল পাড়া, থানা-

সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।