সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

ফতুল্লা থানায় কর্মরত সাব-ইন্সপক্টের (নিঃ)/মোঃ রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ২০/১১/২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর উত্তর পাড়া সাকিনস্থ শাহীন এর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ (দুই) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ রাজিব (২৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- চর নেয়ামত, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এ/পি মুসলিনগর উত্তরপাড়া (মহসিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ২। শাহীন (৪৮), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং- মুসলিনগর উত্তরপাড়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ০৯ (নয়) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।