সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা করেছে  শাহাদাত ও তার লোকজন।  বিকেলে একটি পরিবার কে ঘরে তালাবদ্ধ করে  আটকে রাখার খবর সংগ্রহ করতে গেলে জাগো নিউজ এ-র সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ,  স্থানীয় সাংবাদিক মামুন ও আরজুকে মারধর করে আটকে রাখে।   এ সময় শাহাদাত নিজেকে বিএনপি নেতা দাবি করে অতীতেও সাংবাদিক – পুলিশ মারার দম্ভোক্তি করে।  সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে ও শাহাদাত কে আটক করেছে। এ সময় অবরুদ্ধ পরিবার কে তালামুক্ত করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি ( তদন্ত)  আনোয়ার হোসেন জানান,  এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে,  মামলা প্রক্রিয়াধীন।