সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ 
গত ০৪ জুলাই নারায়ণগঞ্জ আড়াইহাজার থানাধীন বিশ্বনন্দী পূর্বপাড়ার মাহবুল হক(৫৬) নামে এক ব্যক্তিকে তার মেজো ছেলে মোঃ ইয়াসিন(২২) মোবাইল ক্রয়ের জন্য টাকা দিতে অস্বীকৃতি করলে রাগের বশঃবর্তী হয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাহবুল হককে আড়াইহাজার স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মাহবুল হকের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম বাদীনি হয়ে নিজ পুত্রের নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলা হওয়ার পর নারায়ণগঞ্জ  জেলার পুলিশ সুপার নির্দেশনায় আসামি গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধায়নে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আতিক এবং রূপগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫ জুলাই  রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের মংগলখালী এলাকা থেকে  হত্যা মামলার আসামি  মোঃ ইয়াসিন(২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে।‌