অগ্নিশিখা প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখের ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নিয়েছে।

এবারের ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে থেকে শুরু হবে।রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময়ে টিকিটের বিক্রির সিডিউল নিম্নরূপ:

২১ মে: ৩১ মে’র টিকিট

২২ মে: ১ জুনের টিকিট

২৩ মে: ২ জুনের টিকিট

২৪ মে: ৩ জুনের টিকিট

২৫ মে: ৪ জুনের টিকিট

২৬ মে: ৫ জুনের টিকিট

২৭ মে: ৬ জুনের টিকিট

এছাড়া, ঈদ পরবর্তী ফেরত যাত্রার টিকিটও নির্ধারিত তারিখে বিক্রি হবে, যেমন:

৩০ মে: ৯ জুনের টিকিট

৩১ মে: ১০ জুনের টিকিট

১ জুন: ১১ জুনের টিকিট

২ জুন: ১২ জুনের টিকিট

৩ জুন: ১৩ জুনের টিকিট

৪ জুন: ১৪ জুনের টিকিট

৫ জুন: ১৫ জুনের টিকিট

এবারের বিশেষ সুবিধা হলো, সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে এবং পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে, পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এই সিডিউল অনুযায়ী, যাত্রীরা সহজেই প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করতে পারবেন।

এটি একটি সুবিধাজনক ব্যবস্থা, কারণ অনলাইনে টিকিট কেনার মাধ্যমে দীর্ঘ লাইন ও অপেক্ষা থেকে মুক্তি মিলবে। আপনি কী আগে থেকেই টিকিট কেনার পরিকল্পনা করছেন?