ওমর, সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: প্রশাসন ক্যাডারে একজন সৎ, কর্মঠ, নিরহংকার, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে তার সততা ও সাহসীকতায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন,মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

উপজেলা প্রশাসক সরাইল,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন । ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম এর নেতৃত্বে ও নির্দেশনায় স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত জন প্রশাসন কে জনকল্যাণে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে উপজেলায় বিভিন্ন অভিযান টিম পরিচালনা, সরাইল উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান সরকারি অফিস কর্মকান্ডে তদারকি মনিটরিং এর মাধ্যমে কাজের পরিধি আনা। উপজেলায় বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকান্ড মনিটরিং এর মাধ্যমে জনসেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরাইল বাসীর যে কোন বিপদ-আপদে প্রশাসনিক সেবার মাধ্যমে পাশে থাকতে সার্বক্ষণিক শ্রম দিয়ে যাচ্ছেন। সরাইল দাঙ্গা প্রবণ এলাকা যদিও,কিন্তু যে কোনো দাঙ্গা চলমান সময় উপজেলা প্রশাসক মোঃ মোশারফ হোসাইন তাহার সততা, কর্মস্পৃহা,দায়িত্বশীলতা ও জন মানুষের প্রতি আন্তরিকতা তাকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়।

প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়। তিনি ক্রমশ হয়ে উঠেছেন সরাইল উপজেলাবাসীর আইকন। জনগণের যে কোন দুর্যোগে-মহাদুর্যোগে উপজেলা শহর সহ ৯ টি ইউনিয়নে ছুটে বেড়ান মানুষকে সচেতন করতে। অনেক সময় তিনি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর সাথে পরামর্শ করে তাহার নির্দেশনায় অসচ্ছল মানুষের মাঝে,স্বচ্ছলতা আনতে,বহু জনসাধারণ কে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে হয়েছেন ব্যাপক সমাদৃত।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি সহ সমাজের অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে, মাদক বিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলায় জনবহুল স্থানে জন সচেতনতা মূলক কার্যক্রম সহ অবহেলিত আর নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সকলের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়েছেন। নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

সরকারি চাকুরীর নিয়মই হচ্ছে এক জায়গায় বেশি দিন দায়িত্ব পালন করা যাবে না। চলে যেতে হবে অন্য কোনো কর্মস্থলে।সেবা দিতে হবে সেই অঞ্চলের জন সাধারণের। এই নিয়মের বাইরে নন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। চাকুরী জীবনে তাহাদের বিভিন্ন জেলায়-উপজেলায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যার মধ্যে সততা থাকে তাহাকে জেলাবাসী ও উপজেলাবাসী সারাজীবন মনে রাখে।এমনই একজন সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন ।

এই মানুষটি সম্পর্কে যত ইচ্ছা ততই লেখা যাবে। কেউ যদি মনে করেন ডিসিকে খুশি করার জন্য, ইউএনও কে খুশি করার জন্য এই লেখা, তাহলে আপনাদের ভুল ধারণা । যিনি কাজের মাধ্যমে ভালো করে, তাহার ভালো আর যে খারাপ করে তাহার খারাপ দিক টা জনসমক্ষে তুলে ধরাই গণমাধ্যম কর্মীদের দায়িত্ব। আর সেই দায়ীত্ববোধ থেকে এই প্রতিবেদন তৈরী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র জনাব মোঃ মোশারফ হোসাইন এর সততা ও দক্ষতা তাহার নেতৃত্বে চলমান ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার কাছে আস্থার স্থল হিসাবে পরিণত হয়েছে বলেও জানা গেছে। এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন কালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, বাল্যবিবাহ রোধ করা, ভূমি খেকু রোধ করা, সরকারি জায়গার দখল করা রোধ করা, জলাশয় ভরাট রোধ করা, ইটভাটা পরিবেশ আইন না মানা রোধ করা, ড্রেজার দিয়ে মাটিকাটা রোধ করা, সরকারি নালা ভরাট রোধ করা, ভেজাল খাদ্যদ্রব্য রোধ করা, ভেজাল ওষুধ রোধ করা,
হাট বাজার ও রাস্তাঘাটে যানজট নিরসন করা।সরাইল খাঁটিহাতা বিশ্বরোড মোড় ভাসমান দোকানপাট উচ্ছেদ করে,যানজট নিরসন করে ব্যাপক সমাদৃত হয়েছেন ।

তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা প্রশাসক হিসেবে গত ১৪ই নভেম্বর ২০২৪সালে যোগদান করেন।সরাইলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাত দিন সেবা পাচ্ছেন। তাহার মতো উপজেলা নির্বাহী অফিসার যদি প্রত্যেক জেলায় ও উপজেলায় দায়িত্ব পালন করত, তাহলে দেশের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যেত। এমন প্রশংসনীয় কারণে তিনি সরাইল উপজেলাবাসীর কাছে গত ৫ মাসে সর্বস্তরের মানুষের মুখে মুখে তাহার প্রসংশা।তিনি বর্তমানে সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরাইল উপজেলা প্রশাসক, মিডিয়া প্রতিনিধি কে বলেন, আমার ওপর গুরু দায়িত্ব অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধ যথাযথ ভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাহাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে সর্বস্তরের সরাইল বাসির সহযোগিতার আহ্বান জানান।

শুধী মহল সরাইল এ বিষয়ে সদর সরাইল ৭ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো: আব্দুল জব্বার মিডিয়া প্রতিনিধি কে বলেন,সরাইলে যে সকল জায়গায় ঝগড়া হয়েছে ইউএনও স্যার স্ব-শরীরে সেখানে উপস্থিত থেকে তাৎক্ষণিক ঘটনাগুলোকে সমাধান করেছেন।

সরাইলে বিভিন্ন স্থানে একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে বহুদিন থেকে তাদের বিরুদ্ধে কেউ পদক্ষেপ না নেওয়ায় তাদের কার্যক্রম বেপরোয়া ভাবে বেড়ে যায়। কিন্তু ইউএনও স্যার এসে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

রানীদিয়া/ধুবাজাইল দুই পক্ষের সংঘর্ষ, সরাইল চাঁনমনি পাড়া দুপক্ষের সংঘর্ষ সহ সরাইলে আরো কিছু অপ্রীতিকর ঘটনাগুলো ইউএনও স্যার তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অবৈধ ইটভাটা সহ মাটি কারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে ইতিমধ্যে এ কাজের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

উক্ত বিষয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার মাস্টার মিডিয়া প্রতিনিধি কে জানান,স্যার ভালো মানুষ যে কোনো সময় আমাদের কথা ধৈর্য ধরে শুনেন। সরাইলের সর্বস্তরবাসি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যারের ভূমিকা অগ্রগণ্য । স্যার রাত্র দশটা এগারোটা পর্যন্ত অফিস করেন । আমরা সরাইলবাসী স্যারের প্রতি কৃতজ্ঞ ।

সুশীল সমাজ,সরাইল প্রেসক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী বলেন আমার মতে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো,মোশারফ হোসাইন একজন মেধাবী, দক্ষ,বিজ্ঞ,কর্তব্য পরায়ণ এবং খুবই আন্তরিক মানুষ। কোন কাজ তিনি জমিয়ে রাখেন না,দিনের কাজ দিনেই শেষ করেন। কোন কাজে কেউ তার পিছু পিছু ঘুরতে দেখিনি। তিনি সরাইলে যোগদানের পর থেকে অন্যায়,অনিয়ম, ঝগড়া বিবাদ প্রতিরোধে বিচক্ষণতা ও দক্ষতার পরিচয় দিয়ে সরাইলকে অনেকদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো: আবদুর রহমান খান (ওমর) বলেন, একাধারে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা প্রশাসক। সরাইল উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দের জন্যও তিনি তাহার বিশাল মেধা মনন দিয়ে পাশে থাকেন। সম্প্রতি অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের নিরীহ ও অসহায় বঞ্চিত সাংবাদিকদের পাশে থেকে কাজ করছেন। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে, জেলা ও উপজেলা প্রশাসন সম্পর্কে সাংবাদিক সহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন।