Dhaka 8:26 pm, Sunday, 23 November 2025

নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজট,চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

  • Reporter Name
  • Update Time : 07:07:26 am, Monday, 17 February 2025
  • 109 Time View

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকরা অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

গতকাল (১৬ জানুয়ারি) সকাল থেকেই মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই যানজট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে ১ ঘণ্টারও বেশি সময় যাবৎ। বিন্দ পরিবমাণ নড়াচরাও করতে পারছে না দাঁড়িয়ে থাকা শত শত যানবাহন। যানজটে নাকাল হয়ে পড়েছেন সর্বসাধারণ । সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থদের বহণকারী অ্যাম্বুলেন্স।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যাওয়ার উদ্দেশে সোনারগাঁয়ের যাত্রামূড়া থেকে গাড়িতে উঠেছেন রাশিদা নামের এক গৃহবদা । স্বামী বারেক অসুস্থ থাকায় তাকে নিয়ে গণপরিবহণে উঠার পর শিমরাইল মোড়ে আসার পর ১ ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছেন তিনি । রাশিদা বলেন, কখন হাসপাতালে যাবো আর কখন যে ডাক্তার দেখামু তা জানি না।

যাত্রাবাড়ি আড়তে যাবার উদ্দেশ্যে রন্টি নামক এক ব্যবসায়ী যানজটের কবলে পরে বাস তেকে নেমে হাটতে হাটতে বলেন, সাইনবোর্ড থেকে মাউতাইল হাসপাতালের সামনে আইয়া পরছি । তারপরেও এক চুলও নড়তেছে না গাড়ি। যাত্রাবাড়ি আড়তে আমার লোক বইসা আছে । সকাল থেইক্কা । কি যে করমু ।

যাস চালকদের অনেকই এমন ঘটনায় বলেন, শুনতেছি মাউতােইল (মাতুয়াইল) এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছে সিএনজি চালকরা। এর কারণেই যানজট লাগছে।

এমন ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি চালকেরা আন্দোলন করতেছে। এজন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সকলেই সড়কেই আছি। চেষ্টা চলছে এই এই ঘটনা মীমাংমা করতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজট,চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

Update Time : 07:07:26 am, Monday, 17 February 2025

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকরা অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

গতকাল (১৬ জানুয়ারি) সকাল থেকেই মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই যানজট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে ১ ঘণ্টারও বেশি সময় যাবৎ। বিন্দ পরিবমাণ নড়াচরাও করতে পারছে না দাঁড়িয়ে থাকা শত শত যানবাহন। যানজটে নাকাল হয়ে পড়েছেন সর্বসাধারণ । সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থদের বহণকারী অ্যাম্বুলেন্স।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যাওয়ার উদ্দেশে সোনারগাঁয়ের যাত্রামূড়া থেকে গাড়িতে উঠেছেন রাশিদা নামের এক গৃহবদা । স্বামী বারেক অসুস্থ থাকায় তাকে নিয়ে গণপরিবহণে উঠার পর শিমরাইল মোড়ে আসার পর ১ ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছেন তিনি । রাশিদা বলেন, কখন হাসপাতালে যাবো আর কখন যে ডাক্তার দেখামু তা জানি না।

যাত্রাবাড়ি আড়তে যাবার উদ্দেশ্যে রন্টি নামক এক ব্যবসায়ী যানজটের কবলে পরে বাস তেকে নেমে হাটতে হাটতে বলেন, সাইনবোর্ড থেকে মাউতাইল হাসপাতালের সামনে আইয়া পরছি । তারপরেও এক চুলও নড়তেছে না গাড়ি। যাত্রাবাড়ি আড়তে আমার লোক বইসা আছে । সকাল থেইক্কা । কি যে করমু ।

যাস চালকদের অনেকই এমন ঘটনায় বলেন, শুনতেছি মাউতােইল (মাতুয়াইল) এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছে সিএনজি চালকরা। এর কারণেই যানজট লাগছে।

এমন ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি চালকেরা আন্দোলন করতেছে। এজন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সকলেই সড়কেই আছি। চেষ্টা চলছে এই এই ঘটনা মীমাংমা করতে।