রাহুল গান্ধীকে তলব করলেন আদালত
- Update Time : 07:32:58 am, Wednesday, 12 February 2025
- / 151 Time View
আন্তর্জাতিক ডেস্কঃ দেড় বছর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তলব করেছে লখনউয়ের একটি আদালত।
লক্ষ্ণৌয়ের এই আদালতটি একটি বিশেষায়িত আদালত— শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয় এ আদালতে। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের করা একটি মামলার জেরে রাহুলকে পাঠানো সেই নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে।
মামলার অভিযোগপত্র অনুসারে, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধোর করছে চীনের সেনারা।”
“একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির এহেন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে,” বলা হয়েছে অভিযোগপত্রে।
তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা এনডিটিভিকে জানিয়েছেন, কেন্দ্রীয় ক্ষমতায় আসীন বিজেপির সমালোচনা করে এ মন্তব্য করেছিলেন রাহুল। সেনাবাহিনীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বরাবরই বিজেপির কঠোর সমালোচক। বিজেপিও অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই। দলটির অনেক নেতা ইতোমধ্যে রাহুলকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে এমন অভিযোগও তুলেছেন যে নিজের পিতার নামে করা সংস্থা রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন।তবে এসব দুর্নাম রাহুলকে বিজেপির সমালোচনা করা থেকে ঠেকাতে পারে নি।
সূত্র : এনডিটিভি

























