Dhaka 11:07 am, Sunday, 28 December 2025

দিল্লিতে বিধানসভার ভোট আজ, কঠিন লড়াইয়ের আভাস

Reporter Name
  • Update Time : 11:55:03 am, Wednesday, 5 February 2025
  • / 135 Time View
৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে আজ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭০ আসনের এই নির্বাচন একদিনেই সম্পন্ন হবে, আর শনিবার প্রকাশিত হবে ফলাফল। এবারের ভোটে দিল্লির ক্ষমতায় আম আদমি পার্টি (আপ) টানা চতুর্থবার আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি ক্ষমতায় ফিরবে, তা নিয়েই জোর আলোচনা চলছে।

এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। আবগারি (মদ) মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে তারা চেষ্টার ত্রুটি রাখেনি। দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। তারই সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিং। প্রত্যেকেই এখন জামিনে মুক্ত।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীপ্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে সোয়া ৪ শতাংশে। সেখান থেকে গা ঝাড়া দিয়ে উঠে কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। তা বিজেপির হাসি চওড়া করেছে। তাদের আশা, কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয়ই নয়, সেটা হবে মোদির পরাজয়ের হ্যাটট্রিক। ২০১৫ ও ২০২০ সালের পর ২০২৫ সালেও দিল্লি তার কাছে অধরা থেকে যাবে। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদি।

আম আদমি পার্টি অবশ্য জয়ের আশা ছাড়েনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রচারণা শেষ হওয়ার পর কেজরিওয়াল কবুল করেছেন, লড়াই এবার ক্ষুরধার। কিন্তু বলেছেন, আসনসংখ্যা কমলেও তারাই জিতবেন। তার দাবি, ৫৫টির মতো আসন এবার তারা জিতবেন। তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা ৬০–এও পৌঁছে যেতে পারে।

২০১২ সালে আম আদমি পার্টির জন্ম। ২০১৩ সালের ভোটে তারা ২৮টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু ৪৯ দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর ২০১৫ সালের ভোটে ৭০–এর মধ্যে ৬৭ আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। পাঁচ বছর পর ২০২০ সালে আপ জেতে ৬২ আসন, বাকি ৮ আসন বিজেপি।

 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দিল্লিতে বিধানসভার ভোট আজ, কঠিন লড়াইয়ের আভাস

Update Time : 11:55:03 am, Wednesday, 5 February 2025
৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে আজ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭০ আসনের এই নির্বাচন একদিনেই সম্পন্ন হবে, আর শনিবার প্রকাশিত হবে ফলাফল। এবারের ভোটে দিল্লির ক্ষমতায় আম আদমি পার্টি (আপ) টানা চতুর্থবার আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি ক্ষমতায় ফিরবে, তা নিয়েই জোর আলোচনা চলছে।

এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। আবগারি (মদ) মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে তারা চেষ্টার ত্রুটি রাখেনি। দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। তারই সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিং। প্রত্যেকেই এখন জামিনে মুক্ত।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীপ্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে সোয়া ৪ শতাংশে। সেখান থেকে গা ঝাড়া দিয়ে উঠে কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। তা বিজেপির হাসি চওড়া করেছে। তাদের আশা, কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয়ই নয়, সেটা হবে মোদির পরাজয়ের হ্যাটট্রিক। ২০১৫ ও ২০২০ সালের পর ২০২৫ সালেও দিল্লি তার কাছে অধরা থেকে যাবে। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদি।

আম আদমি পার্টি অবশ্য জয়ের আশা ছাড়েনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রচারণা শেষ হওয়ার পর কেজরিওয়াল কবুল করেছেন, লড়াই এবার ক্ষুরধার। কিন্তু বলেছেন, আসনসংখ্যা কমলেও তারাই জিতবেন। তার দাবি, ৫৫টির মতো আসন এবার তারা জিতবেন। তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা ৬০–এও পৌঁছে যেতে পারে।

২০১২ সালে আম আদমি পার্টির জন্ম। ২০১৩ সালের ভোটে তারা ২৮টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু ৪৯ দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর ২০১৫ সালের ভোটে ৭০–এর মধ্যে ৬৭ আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। পাঁচ বছর পর ২০২০ সালে আপ জেতে ৬২ আসন, বাকি ৮ আসন বিজেপি।