Dhaka 4:33 pm, Sunday, 23 November 2025

দালাল শূন্যতায় কাশিমপুর থানা অলস সময় পার করছেন চা দোকানীরা

  • Reporter Name
  • Update Time : 05:37:15 am, Tuesday, 4 February 2025
  • 114 Time View

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ গাজীপুর কাশিমপুর থানা এখন বড় ভাই খ্যাত দালাল শূন্যতায় বে -কায়দায় অলস সময় পার করছেন চা দোকানীরা,বর্তমান দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দৃঢ়তায় মিথ্যা মামলা রুজু করার প্রবণতা কমে যাওয়ায় কিংবা আসামি পক্ষের জোর তদবিরের সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ায় একশ্রেণীর বড় ভাই খ্যাত প্রতারক পেশাদার মামলাবাজ নিয়মিত দালাল থানা প্রাঙ্গনে আসা-যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন অফিসার ইনচার্জের কক্ষে বসে নাক ডুবিয়ে চা পান করা লোকগুলোর পারফরমেন্স সম্পর্কে ইনচার্জ অবগত হওয়ায় যত্ন আর্তীর ঘার্তী দেখা দিয়েছে এখন তারা এটা কে মনে মনে অসম্মান বোধ করছেন, এমন পরিবর্তনে মহাবিপাকে এ সমস্ত দালালরা ক্ষুব্ধ হয়ে টাইফয়েট জ্বরে আক্রান্ত রোগীর মতো আবোল তাবোল বকছেন যেমন বে রসিক অফিসার ইনচার্জের অমঙ্গল কামনায় আশপাশের দরগায় মানত করা শুরু করেছে। এমনটি ধারণা হচ্ছে যেন তাদের পাকা ধানে মই দেওয়া প্রায় শেষ করেছেন অফিসার ইনচার্জ। যে কারণে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মাদক সাম্রাজ্ঞী সুমি আক্তার তার দলবল নিয়ে ধরা পড়ায় এ মুহূর্তে অনেকেই জনবহুল এলাকা ছেড়ে পাশের জঙ্গল ও মাজার এলাকায় নতুন করে গের গড়তে বৈষ্ণব, বৈরাগী, খ্যাপাটে পাগল, ফকির সাধু বেশ ধারণ করেছে। থানায় তদবির বাণিজ্য কমে যাওয়ায় তাদের পক্ষে সাফাই গাওয়ার পাতি ছাতা ওয়ালা পোশাকি লোকজন পাওয়া যাচ্ছে না, তবে পরিস্থিতি ফেরাতে কিংবা পরিচিত অফিসারদের সংঘ পেতে সোর্স বাবুরা থানা এরিয়ার আশপাশে চা পান বিহীন খোলামেলা জায়গায় গোপী মিটিং করছেন। চায়ের দোকানদার ফুল মিয়া জানিয়েছেন এর একটি মাত্র প্রভাবে চায়ের দোকান গুলোতে জমজমাট আড্ডা কমে যাওয়ায় চা দোকানীরা অলস সময় পার করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

দালাল শূন্যতায় কাশিমপুর থানা অলস সময় পার করছেন চা দোকানীরা

Update Time : 05:37:15 am, Tuesday, 4 February 2025

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ গাজীপুর কাশিমপুর থানা এখন বড় ভাই খ্যাত দালাল শূন্যতায় বে -কায়দায় অলস সময় পার করছেন চা দোকানীরা,বর্তমান দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দৃঢ়তায় মিথ্যা মামলা রুজু করার প্রবণতা কমে যাওয়ায় কিংবা আসামি পক্ষের জোর তদবিরের সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ায় একশ্রেণীর বড় ভাই খ্যাত প্রতারক পেশাদার মামলাবাজ নিয়মিত দালাল থানা প্রাঙ্গনে আসা-যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন অফিসার ইনচার্জের কক্ষে বসে নাক ডুবিয়ে চা পান করা লোকগুলোর পারফরমেন্স সম্পর্কে ইনচার্জ অবগত হওয়ায় যত্ন আর্তীর ঘার্তী দেখা দিয়েছে এখন তারা এটা কে মনে মনে অসম্মান বোধ করছেন, এমন পরিবর্তনে মহাবিপাকে এ সমস্ত দালালরা ক্ষুব্ধ হয়ে টাইফয়েট জ্বরে আক্রান্ত রোগীর মতো আবোল তাবোল বকছেন যেমন বে রসিক অফিসার ইনচার্জের অমঙ্গল কামনায় আশপাশের দরগায় মানত করা শুরু করেছে। এমনটি ধারণা হচ্ছে যেন তাদের পাকা ধানে মই দেওয়া প্রায় শেষ করেছেন অফিসার ইনচার্জ। যে কারণে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মাদক সাম্রাজ্ঞী সুমি আক্তার তার দলবল নিয়ে ধরা পড়ায় এ মুহূর্তে অনেকেই জনবহুল এলাকা ছেড়ে পাশের জঙ্গল ও মাজার এলাকায় নতুন করে গের গড়তে বৈষ্ণব, বৈরাগী, খ্যাপাটে পাগল, ফকির সাধু বেশ ধারণ করেছে। থানায় তদবির বাণিজ্য কমে যাওয়ায় তাদের পক্ষে সাফাই গাওয়ার পাতি ছাতা ওয়ালা পোশাকি লোকজন পাওয়া যাচ্ছে না, তবে পরিস্থিতি ফেরাতে কিংবা পরিচিত অফিসারদের সংঘ পেতে সোর্স বাবুরা থানা এরিয়ার আশপাশে চা পান বিহীন খোলামেলা জায়গায় গোপী মিটিং করছেন। চায়ের দোকানদার ফুল মিয়া জানিয়েছেন এর একটি মাত্র প্রভাবে চায়ের দোকান গুলোতে জমজমাট আড্ডা কমে যাওয়ায় চা দোকানীরা অলস সময় পার করছেন।