মোঃ আমিনুর রহমান,ঢাকাঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বামী আব্দুস সালামকে (৫০) পিড়ির আঘাতে হত্যার দায়ে স্ত্রী সানজিদা আক্তার জোৎস্না ও শাশুড়ি রওশন আরাকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জানতে পেয়ে পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করে।
নিহত স্বামী আব্দুস সালাম দোহার উপজেলার কাটাখালী গ্রামের নিয়মত সুকানির ছেলে। তিনি পরিবার নিয়ে গালিমপুর মিয়াহাটি গ্রামে শশুর বাড়ি থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে খাবার খেতে বাড়িতে আসেন আব্দুস সালাম। এসময় স্ত্রী একমাত্র ছেলে আরাফাতকে নিয়ে স্কুল থেকে ফেরেন। খাবার খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী কাঠের পিড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে বিকালে গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক ফয়সাল হাসান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে নিহতের লাশ পুলিশ হেফাজতে নিয়ে যান। এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িতে আটক করেছেন বলে জানা গেছে।
দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে ধরা হচ্ছে। আগামীকাল (সোমবার) লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
Reporter Name 
















