Dhaka 8:08 am, Tuesday, 16 December 2025

হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

Reporter Name
  • Update Time : 06:48:42 am, Thursday, 23 January 2025
  • / 133 Time View
২৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে গতকাল বুধবার এই আদেশে সই করেন ট্রাম্প।

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।

গত নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আক্রমণের পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এই হামলা চালাচ্ছে। লোহিত সাগরে মার্কিন সামরিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।

এই পদক্ষেপটি লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সমালোচনামূলক সামুদ্রিক চোকপয়েন্টকে রক্ষা করার জন্য ইরান-সংযুক্ত গোষ্ঠীর উপর আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে বিডেন প্রশাসনের চেয়ে কঠোর অর্থনৈতিক জরিমানা আরোপ করবে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘হুতিদের কার্যকলাপ মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক নাগরিক ও কর্মীদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী ১০০ টিরও বেশি হামলা চালিয়েছে। ভারত মহাসাগর হয়ে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ রক্ষাকারী জলপথ হলো সুয়েজ খাল।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এশিয়ার বাণিজ্য অনেকটাই নির্ভর করে এই জলপথের ওপর।

লোহিত সাগরে জাহাজে হামলা শুরু হওয়ার পর থেকে শিপিং কম্পানিগুলো তাদের জাহাজ আফ্রিকার দক্ষিণ বিন্দু ঘুরিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে এবং খরচও বেশি হচ্ছে।

বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজের সুরক্ষার জন্য হুতি আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছিল।পর্যায়ক্রমিক হামলাও চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

এর আগে জো বাইডেন ইয়েমেনের অভ্যন্তরে মানবিক সংকট মোকাবেলায় ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া সন্ত্রাসী উপাধি বাদ দিয়েছিলেন। এরপর লোহিত সাগরে হামলার মুখোমুখি হয়ে বাইডেন গত বছর এই গোষ্ঠীটিকে ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা দেন।

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, এই পদক্ষেপ ইয়েমেনি নাগরিকদের দুর্ভোগকে আলো খারাপের দিকে ঠেলে দিবে। খাদ্য, ওষুধ এবং জ্বালানীর গুরুত্বপূর্ণ আমদানি ব্যাহত করবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

Update Time : 06:48:42 am, Thursday, 23 January 2025
২৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে গতকাল বুধবার এই আদেশে সই করেন ট্রাম্প।

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।

গত নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আক্রমণের পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এই হামলা চালাচ্ছে। লোহিত সাগরে মার্কিন সামরিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।

এই পদক্ষেপটি লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সমালোচনামূলক সামুদ্রিক চোকপয়েন্টকে রক্ষা করার জন্য ইরান-সংযুক্ত গোষ্ঠীর উপর আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে বিডেন প্রশাসনের চেয়ে কঠোর অর্থনৈতিক জরিমানা আরোপ করবে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘হুতিদের কার্যকলাপ মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক নাগরিক ও কর্মীদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী ১০০ টিরও বেশি হামলা চালিয়েছে। ভারত মহাসাগর হয়ে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ রক্ষাকারী জলপথ হলো সুয়েজ খাল।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এশিয়ার বাণিজ্য অনেকটাই নির্ভর করে এই জলপথের ওপর।

লোহিত সাগরে জাহাজে হামলা শুরু হওয়ার পর থেকে শিপিং কম্পানিগুলো তাদের জাহাজ আফ্রিকার দক্ষিণ বিন্দু ঘুরিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে এবং খরচও বেশি হচ্ছে।

বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজের সুরক্ষার জন্য হুতি আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছিল।পর্যায়ক্রমিক হামলাও চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

এর আগে জো বাইডেন ইয়েমেনের অভ্যন্তরে মানবিক সংকট মোকাবেলায় ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া সন্ত্রাসী উপাধি বাদ দিয়েছিলেন। এরপর লোহিত সাগরে হামলার মুখোমুখি হয়ে বাইডেন গত বছর এই গোষ্ঠীটিকে ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা দেন।

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, এই পদক্ষেপ ইয়েমেনি নাগরিকদের দুর্ভোগকে আলো খারাপের দিকে ঠেলে দিবে। খাদ্য, ওষুধ এবং জ্বালানীর গুরুত্বপূর্ণ আমদানি ব্যাহত করবে।