Dhaka 12:00 pm, Sunday, 23 November 2025

র‍্যাব পরিচয়ে লোমহর্ষক কান্ড : ৭ দিনেও অধরা অপরাধী

  • Reporter Name
  • Update Time : 07:01:06 am, Wednesday, 22 January 2025
  • 122 Time View

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব পরিচয়ে কুমিল্লার দুই দুবাই প্রবাসীকে মামলার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে বাস থেকে নামিয়ে নগদ ২১ লাখ টাকা, পাসপোর্ট ও মোবাইলসহ মালামাল লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) পর্যন্ত জড়িত কেউ গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে র‌্যাব ও পুলিশ জানিয়েছে, জড়িতদের আটকে অভিযান চলছে ।

ঘটনার বিবরণে মামলার অভিযোগ থেকে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আবু হানিফ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার রাজিব ভূঁইয়া দুবাই থেকে ১৪ জানুয়ারী মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর পর তারা দুপুর দেড়টার দিকে এশিয়া লাইন পরিবহনের একটি বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।

মামলার বাদী প্রবাসী আবু হানিফ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘বাসটি যখন বন্দর থানার কেওঢালা এলাকায় পৌঁছলে সাদা রঙের একটি হাইয়েস গাড়ি (মাইক্রোবাস) এসে বাসের সামনে দাড়িয়ে গতিরোধ করে। তখন র‌্যাবের পোশাক পরিহিত ৩/৪ জন ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল হাতে গাড়ীতে উঠে আমাদের (আবু হানিফ ও রাজিব) বিরুদ্ধে মামলা আছে বলে টানাহেচড়া করতে করতে সাথে থাকা দুইটি ব্যাগসহ জোর করে বাস থেকে নামায়। এসময় আমরা চিৎকার করতে থাকি, যাত্রীরাও তাদের বাধা দেয়। ওই সময় গাড়ির স্টাফরা ঘটনার ভিডিও করে। ( যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে) কিন্তু তারা কারো বাধা কর্ণপাত না করে আমাদের নামিয়ে তাদের মাইক্রোতে তুলে হাত-পা ও চোখ বেঁধে মারধর করতে থাকে। এরপর আমাদের থেকে কিছু ডলারসহ ২১ লাখ ৩৫ হাজার টাকা, ৩টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ।

ওই মাইক্রেবাসে করেই বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকাল ৫টার দিকে ঢাকার ডেমরা এলাকায় নির্জন রাস্তার পাশে ফেলে চলে যায়। তখন এই বিষয়টি র‌্যাব ও থানা পুলিশকে জানানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে ১৬ জানুয়ারী বন্দর থানায় মামলা দায়ের করেন ।

এ ঘটনায় র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, র‌্যাবের পোশাক পরিহিত যেসব দুর্বৃত্ত বাস থামিয়ে দুই প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে টাকাসহ মালামাল লুটে নিয়েছে তারা র‌্যাবের কেউ নন। ওই সময় ধারণ করা ভিডিও থেকে দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান মেজর সৈয়দ সাদিকুল হক ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ এমন অপরাধী গ্রুপ রয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত ৫ আগস্টের ঘটনায় ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় ওই দিনের ভিডিওচিত্র ধারণ করা নেই। আমরা ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অভ্যাহত রয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

র‍্যাব পরিচয়ে লোমহর্ষক কান্ড : ৭ দিনেও অধরা অপরাধী

Update Time : 07:01:06 am, Wednesday, 22 January 2025

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব পরিচয়ে কুমিল্লার দুই দুবাই প্রবাসীকে মামলার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে বাস থেকে নামিয়ে নগদ ২১ লাখ টাকা, পাসপোর্ট ও মোবাইলসহ মালামাল লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) পর্যন্ত জড়িত কেউ গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে র‌্যাব ও পুলিশ জানিয়েছে, জড়িতদের আটকে অভিযান চলছে ।

ঘটনার বিবরণে মামলার অভিযোগ থেকে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আবু হানিফ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার রাজিব ভূঁইয়া দুবাই থেকে ১৪ জানুয়ারী মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর পর তারা দুপুর দেড়টার দিকে এশিয়া লাইন পরিবহনের একটি বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।

মামলার বাদী প্রবাসী আবু হানিফ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘বাসটি যখন বন্দর থানার কেওঢালা এলাকায় পৌঁছলে সাদা রঙের একটি হাইয়েস গাড়ি (মাইক্রোবাস) এসে বাসের সামনে দাড়িয়ে গতিরোধ করে। তখন র‌্যাবের পোশাক পরিহিত ৩/৪ জন ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল হাতে গাড়ীতে উঠে আমাদের (আবু হানিফ ও রাজিব) বিরুদ্ধে মামলা আছে বলে টানাহেচড়া করতে করতে সাথে থাকা দুইটি ব্যাগসহ জোর করে বাস থেকে নামায়। এসময় আমরা চিৎকার করতে থাকি, যাত্রীরাও তাদের বাধা দেয়। ওই সময় গাড়ির স্টাফরা ঘটনার ভিডিও করে। ( যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে) কিন্তু তারা কারো বাধা কর্ণপাত না করে আমাদের নামিয়ে তাদের মাইক্রোতে তুলে হাত-পা ও চোখ বেঁধে মারধর করতে থাকে। এরপর আমাদের থেকে কিছু ডলারসহ ২১ লাখ ৩৫ হাজার টাকা, ৩টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ।

ওই মাইক্রেবাসে করেই বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকাল ৫টার দিকে ঢাকার ডেমরা এলাকায় নির্জন রাস্তার পাশে ফেলে চলে যায়। তখন এই বিষয়টি র‌্যাব ও থানা পুলিশকে জানানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে ১৬ জানুয়ারী বন্দর থানায় মামলা দায়ের করেন ।

এ ঘটনায় র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, র‌্যাবের পোশাক পরিহিত যেসব দুর্বৃত্ত বাস থামিয়ে দুই প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে টাকাসহ মালামাল লুটে নিয়েছে তারা র‌্যাবের কেউ নন। ওই সময় ধারণ করা ভিডিও থেকে দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান মেজর সৈয়দ সাদিকুল হক ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ এমন অপরাধী গ্রুপ রয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত ৫ আগস্টের ঘটনায় ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় ওই দিনের ভিডিওচিত্র ধারণ করা নেই। আমরা ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অভ্যাহত রয়েছে ।