Update Time :
12:06:37 pm, Thursday, 16 January 2025
170
Time View
এবার টিটু, বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা
বিশেষ প্রতিনিধিঃ অসংখ্য অভিযোগের পর এবার দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী জালাল উদ্দিন আহাম্মদ। উল্লেখিত দায়ের হওয়া মামলায় শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান ও প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদ টিটুকে আসামি করা হয়েছে। উক্ত মামলার এজাহারে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বা ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে।
২
বিশেষ প্রতিনিধিঃ অসংখ্য অভিযোগের পর এবার দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী জালাল উদ্দিন আহাম্মদ।
উল্লেখিত দায়ের হওয়া মামলায় শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান ও প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদ টিটুকে আসামি করা হয়েছে।
উক্ত মামলার এজাহারে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বা ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে।