Dhaka 6:58 am, Sunday, 23 November 2025

লুটপাটের জায়গা নারায়ণগঞ্জ, প্রতিবাদ করলে শীতলক্ষ্যায় লাশ’ : রাব্বি

  • Reporter Name
  • Update Time : 07:16:26 am, Monday, 13 January 2025
  • 116 Time View

বিশেষ প্রতিনিধিঃ এবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ।

রাব্বি বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি তাদের বাহিনী কিভাবে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, আর এখনো চাঁদা তোলা বন্ধ হয়নি। সিটি করপোরেশন কেন তাদের দায়িত্ব পালন করছে না ? তারা নিয়োগ বাণিজ্য এবং ফুটপাত দখলের মতো কাজে লিপ্ত । বিভিন্ন লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হচ্ছে । নারায়ণগঞ্জে যারা ব্যবসা করতে আসে, তারা এখানকার মানুষের কষ্টের বিষয়টি চিন্তা করে না।”

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম তলায় ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের আয়োজনে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রফিউর রাব্বি অভিযোগ করে, বলেন, “নারায়ণগঞ্জ এখন এমন একটি জায়গা, যেখানে শুধুমাত্র টাকা কামানো, লুটপাট করা এবং প্রতিবাদ করলে শীতলক্ষ্যায় লাশ পাওয়া যাবে।”

তিনি উল্লেখ করে করেন, “গণতন্ত্রের নামে নারায়ণগঞ্জে যেভাবে প্রশাসন এবং স্থানীয় নেতারা ব্যবসায়ীদের হুমকি দিয়ে তাদের সহায়তায় দখলদারিত্ব এবং চাঁদাবাজি করেছে, তা নারায়ণগঞ্জের জন্য বিরাট ক্ষতি। বিশেষত, ৫ আগস্টের পর তারা শহর ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কিছু সহযোগী এখনও এখানেই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জের বর্তমান অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন, যেখানে মাদক ব্যবসা থেকে শুরু করে প্রায় সকল অপকর্মই চলছে। প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। ওসমান পরিবার এবং তাদের সহযোগীরা নারায়ণগঞ্জে ভয়াবহ দখলদারিত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ অন্যান্যদের উপস্থিতিতে রফিউর রাব্বি দাবি করেন, “নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। নারায়ণগঞ্জের বয়স ঢাকা শহরের চেয়েও অনেক পুরনো, কিন্তু এই শহরের ইতিহাস সঠিকভাবে জানানো হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

লুটপাটের জায়গা নারায়ণগঞ্জ, প্রতিবাদ করলে শীতলক্ষ্যায় লাশ’ : রাব্বি

Update Time : 07:16:26 am, Monday, 13 January 2025

বিশেষ প্রতিনিধিঃ এবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ।

রাব্বি বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি তাদের বাহিনী কিভাবে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, আর এখনো চাঁদা তোলা বন্ধ হয়নি। সিটি করপোরেশন কেন তাদের দায়িত্ব পালন করছে না ? তারা নিয়োগ বাণিজ্য এবং ফুটপাত দখলের মতো কাজে লিপ্ত । বিভিন্ন লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হচ্ছে । নারায়ণগঞ্জে যারা ব্যবসা করতে আসে, তারা এখানকার মানুষের কষ্টের বিষয়টি চিন্তা করে না।”

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম তলায় ‘আমার নারায়ণগঞ্জ’ নামে একটি নতুন নাগরিক সংগঠনের আয়োজনে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রফিউর রাব্বি অভিযোগ করে, বলেন, “নারায়ণগঞ্জ এখন এমন একটি জায়গা, যেখানে শুধুমাত্র টাকা কামানো, লুটপাট করা এবং প্রতিবাদ করলে শীতলক্ষ্যায় লাশ পাওয়া যাবে।”

তিনি উল্লেখ করে করেন, “গণতন্ত্রের নামে নারায়ণগঞ্জে যেভাবে প্রশাসন এবং স্থানীয় নেতারা ব্যবসায়ীদের হুমকি দিয়ে তাদের সহায়তায় দখলদারিত্ব এবং চাঁদাবাজি করেছে, তা নারায়ণগঞ্জের জন্য বিরাট ক্ষতি। বিশেষত, ৫ আগস্টের পর তারা শহর ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কিছু সহযোগী এখনও এখানেই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জের বর্তমান অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন, যেখানে মাদক ব্যবসা থেকে শুরু করে প্রায় সকল অপকর্মই চলছে। প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। ওসমান পরিবার এবং তাদের সহযোগীরা নারায়ণগঞ্জে ভয়াবহ দখলদারিত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক এডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ অন্যান্যদের উপস্থিতিতে রফিউর রাব্বি দাবি করেন, “নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। নারায়ণগঞ্জের বয়স ঢাকা শহরের চেয়েও অনেক পুরনো, কিন্তু এই শহরের ইতিহাস সঠিকভাবে জানানো হচ্ছে না।