Dhaka 3:28 am, Sunday, 23 November 2025

আট দিনের ব্যবধানে আবার একজনকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 09:23:57 am, Saturday, 4 January 2025
  • 146 Time View

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র আট দিনের ব্যবধানে আবার ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহ করে একজন গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এবার মুকুল (৪৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণপিটুনীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন বের ডাকাতদলকে ঘেরাও দেয়। ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

উল্লেখ,গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত বিল্লাল নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয় । ওই ঘটনার সময় একজন নারীকে আটক করা হলে রহস্যের সৃষ্টি হয় এমন হত্যাকাণ্ডের পর। যা এখনো প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারে নাই পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

আট দিনের ব্যবধানে আবার একজনকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা

Update Time : 09:23:57 am, Saturday, 4 January 2025

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র আট দিনের ব্যবধানে আবার ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহ করে একজন গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এবার মুকুল (৪৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণপিটুনীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন বের ডাকাতদলকে ঘেরাও দেয়। ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

উল্লেখ,গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত বিল্লাল নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয় । ওই ঘটনার সময় একজন নারীকে আটক করা হলে রহস্যের সৃষ্টি হয় এমন হত্যাকাণ্ডের পর। যা এখনো প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারে নাই পুলিশ।