Update Time :
07:13:45 am, Tuesday, 31 December 2024
127
Time View
গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টাকারীকে ছেড়ে দিল পুলিশ
বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে মনিকা পারভিন নামে (৪৫) এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে মনির (৩৫) নামে রূপগঞ্জের এক মাদকসেবী বখাটে যুবক। ভুক্তভোগী মনিকা পারভিন জানান, বিয়ের পর তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করেন। বর্তমানে তার স্বামী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবিকার তাগিদে সৌদি আরবে গেছেন। তিনি ছোট দুই ছেলে সিয়াম (১৬) ও সিহাদকে (১৪) নিয়ে রূপগঞ্জের স্বামীর বাড়িতে বসবাস করেন।
২
বিশেষ প্রতিনিধিনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে মনিকা পারভিন নামে (৪৫) এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে মনির (৩৫) নামে রূপগঞ্জের এক মাদকসেবী বখাটে যুবক।
ভুক্তভোগী মনিকা পারভিন জানান, বিয়ের পর তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করেন। বর্তমানে তার স্বামী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবিকার তাগিদে সৌদি আরবে গেছেন। তিনি ছোট দুই ছেলে সিয়াম (১৬) ও সিহাদকে (১৪) নিয়ে রূপগঞ্জের স্বামীর বাড়িতে বসবাস করেন।