Dhaka 2:26 am, Sunday, 23 November 2025

তরুণ প্রজন্মই মাদক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারেঃলায়ন সহিদুল ইসলাম খোকন

  • Reporter Name
  • Update Time : 08:42:33 am, Monday, 30 December 2024
  • 147 Time View

রফিকুল ইসলামঃ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মগবাজার চাইনিজ হোটেল জলপাই তে, জাতীয় মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনায় সভায় উক্ত সংস্থার পরিচালক, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারন সম্পাদক লায়ন সহিদুল ইসলাম খোকন।

প্রধান আলোচক হিসেবে তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মই মাধক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। এছাড়া গণমাধ্যম ও মিডিয়া এ ব্যাপারে আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে তাদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকান্ড – ও সুস্থ বিনোদনের সুযোগ রাখা প্রয়োজন,শুধু প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, পারিবারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সীমান্তে মাদক-চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর, দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে হবে। কারণ, আমাদের দেশ মাদক-চোরাচালানের রুটগুলোর মাঝামাঝি ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত।

এজন্যে আইনের যথাযথ প্রয়োগ ও কঠোর বাস্তবায়ন করা গেলে মাদকের অপব্যবহার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক-ব্যবসায়ী ও চোরাচালানকারীরা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু। মাদকাসক্ত অভ্যাস নির্মূলের জন্য যুব সমাজের একটি সিদ্ধান্ত যথেষ্ট। যুব সমাজের একটি দৃপ্ত শপথই পারে তাদের মাদকের অন্ধকার থেকে ফেরাতে।

তিনি আরো বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে আামাদের দেশের নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, যৌতুক প্রথা এই সমাজ থেকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে, দেশে বেকারত্ব সমস্যা দূর করে দক্ষ জনশক্তি হিসেবে এদেশকে নতুন আঙ্গিকে সাজাতে হবে। মানুষ মানুষের মধ্যে কোন বৈষম্য থাকা যাবে না, বাসা-বাড়িতে যারা কাজ করে তাদের প্রতি কখনো খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে, তাদেরকে আমাদের পরিবারের একটি অংশ হিসেবে মনে করতে হবে।

আজকাল বাসা বাড়িতে মেয়েরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে, এই নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে জনসচেতনামূলক স্লোগান ও প্রচার-প্রচারণা আরো বেশি করে করতে হবে। তাহলে এই অনাকাঙ্ক্ষিত নির্যাতনের হাত থেকে এ সমাজ ব্যবস্থা রেহাই পাবে।

অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নায়িকা নতুন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি, বিশিষ্ট গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী মোঃ মাসুদুর রহমান মিলকী, চলচ্চিত্র প্রযোজক কাজী শাহ আলম, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি চিত্রনায়িকা কেয়া চৌধুরী, ও চিটাগাং উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর মেম্বার ফারহানা হক, মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ্ কেয়ার সোসাইটি’র টাঙ্গাইল জেলা আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম সুহার্তো প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

তরুণ প্রজন্মই মাদক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারেঃলায়ন সহিদুল ইসলাম খোকন

Update Time : 08:42:33 am, Monday, 30 December 2024

রফিকুল ইসলামঃ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মগবাজার চাইনিজ হোটেল জলপাই তে, জাতীয় মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনায় সভায় উক্ত সংস্থার পরিচালক, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারন সম্পাদক লায়ন সহিদুল ইসলাম খোকন।

প্রধান আলোচক হিসেবে তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মই মাধক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। এছাড়া গণমাধ্যম ও মিডিয়া এ ব্যাপারে আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে তাদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকান্ড – ও সুস্থ বিনোদনের সুযোগ রাখা প্রয়োজন,শুধু প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, পারিবারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সীমান্তে মাদক-চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর, দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে হবে। কারণ, আমাদের দেশ মাদক-চোরাচালানের রুটগুলোর মাঝামাঝি ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত।

এজন্যে আইনের যথাযথ প্রয়োগ ও কঠোর বাস্তবায়ন করা গেলে মাদকের অপব্যবহার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক-ব্যবসায়ী ও চোরাচালানকারীরা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু। মাদকাসক্ত অভ্যাস নির্মূলের জন্য যুব সমাজের একটি সিদ্ধান্ত যথেষ্ট। যুব সমাজের একটি দৃপ্ত শপথই পারে তাদের মাদকের অন্ধকার থেকে ফেরাতে।

তিনি আরো বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে আামাদের দেশের নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, যৌতুক প্রথা এই সমাজ থেকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে, দেশে বেকারত্ব সমস্যা দূর করে দক্ষ জনশক্তি হিসেবে এদেশকে নতুন আঙ্গিকে সাজাতে হবে। মানুষ মানুষের মধ্যে কোন বৈষম্য থাকা যাবে না, বাসা-বাড়িতে যারা কাজ করে তাদের প্রতি কখনো খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে, তাদেরকে আমাদের পরিবারের একটি অংশ হিসেবে মনে করতে হবে।

আজকাল বাসা বাড়িতে মেয়েরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে, এই নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে জনসচেতনামূলক স্লোগান ও প্রচার-প্রচারণা আরো বেশি করে করতে হবে। তাহলে এই অনাকাঙ্ক্ষিত নির্যাতনের হাত থেকে এ সমাজ ব্যবস্থা রেহাই পাবে।

অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নায়িকা নতুন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি, বিশিষ্ট গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী মোঃ মাসুদুর রহমান মিলকী, চলচ্চিত্র প্রযোজক কাজী শাহ আলম, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি চিত্রনায়িকা কেয়া চৌধুরী, ও চিটাগাং উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর মেম্বার ফারহানা হক, মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ্ কেয়ার সোসাইটি’র টাঙ্গাইল জেলা আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম সুহার্তো প্রমুখ।