তেজগাঁওয়ে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- Update Time : 07:05:34 am, Tuesday, 17 December 2024
- / 138 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বকেয়া মজুরির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে ট্রেন স্টেশন অবরোধ করে রেখেছেন রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা থেকে তারা এখানে অবস্থান করছেন। এর কারণে উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, তিন দাবিতে রেলপথ অবরোধ করেছেন অস্থায়ী শ্রমিকরা। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) রেলের কর্মচারী নন। তারা প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তারা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।




















