Dhaka 6:07 pm, Sunday, 23 November 2025

আবারও এমবাপ্পে পেনাল্টি মিস, আবারও পয়েন্ট খোয়ালো রিয়াল

  • Reporter Name
  • Update Time : 08:09:37 am, Thursday, 5 December 2024
  • 158 Time View

ক্রীড়া ডেস্কঃ চলমান লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা সবশেষ দুই ম্যাচে হেরে খুইয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে সেটার সুযোগ নেয়ার উপলক্ষ্যটা সাজানোই ছিল। লা লিগায় মিডউইকের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলেই বার্সেলোনার একেবারে কাছাকাছি চলে যেতে পারতেন এমবাপ্পে-বেলিংহামরা। কিন্তু, ফরাসী তারকার বাজে ফর্মের কারণে আরও একবার ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

বুধবার রাতে সান মামেসে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা।

প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে যায় বিলবাও। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলরক্ষক ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

ম্যাচের ৬৬তম মিনিটে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ পায় রিয়াল। তবে, স্পট কিক থেকে সমতা ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। এখন ১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার লাগামটাও বার্সার হাতেই থাকল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

আবারও এমবাপ্পে পেনাল্টি মিস, আবারও পয়েন্ট খোয়ালো রিয়াল

Update Time : 08:09:37 am, Thursday, 5 December 2024

ক্রীড়া ডেস্কঃ চলমান লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা সবশেষ দুই ম্যাচে হেরে খুইয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে সেটার সুযোগ নেয়ার উপলক্ষ্যটা সাজানোই ছিল। লা লিগায় মিডউইকের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলেই বার্সেলোনার একেবারে কাছাকাছি চলে যেতে পারতেন এমবাপ্পে-বেলিংহামরা। কিন্তু, ফরাসী তারকার বাজে ফর্মের কারণে আরও একবার ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

বুধবার রাতে সান মামেসে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা।

প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে যায় বিলবাও। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলরক্ষক ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

ম্যাচের ৬৬তম মিনিটে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ পায় রিয়াল। তবে, স্পট কিক থেকে সমতা ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। এখন ১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার লাগামটাও বার্সার হাতেই থাকল।