Dhaka 10:52 pm, Saturday, 22 November 2025

সরাইল থানা পুলিশের অভিযানে ৪ জন দস্যুতার অভিযোগে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 06:54:58 am, Thursday, 5 December 2024
  • 141 Time View

ওমর, সিলেট বিভাগীয় ব্যুরো চিফঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ জাহিদ আহসান এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ মোঃ জয়নাল আবেদীন, এসআই(নিরস্ত্র)/মো. ফারুক হোসেন, এএসআই(নিরস্ত্র)/ রুবেল আখন’দের সমন্বয়ে সঙ্গীয় ফোর্স সহ গঠিত সরাইল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । ৪ই ডিসেম্বর ২০২৪খ্রিঃ তারিখে রোজ বুধবার,অনুমান রাত ০০.০৫ ঘটিকায় ছিনতাই করা মালামাল উদ্ধার সহ ৪(চার) জন কে গ্রেফতার করে ।

ছিনতাইকারী-(১) আরমান (২২), পিতা— ছিদ্দিক মিয়া, সাং-গলানিয়া(বাজাইন্না আডি), থানা—সরাইল, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,বর্তমান সাং-খাটিহাতা, গুচ্ছগ্রাম, বুধল ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,(২) মোঃ আলম (২৫), পিতা— আব্দুল হক, সাং—খাটিহাতা, গুচ্ছগ্রাম, বুধল ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,(৩) মোঃ শাহিন (২৩), পিতা— আল আমিন, সাং—দারমা (বাবুল মেম্বার এর বাড়ী), মজলিশপুর ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া, (৪) মোঃ শাকিল মোল্লা (৩৫), পিতা— মৃত আব্দুল আজিজ মোল্লা, সাং—ঘাটুরা (মোল্লা বাড়ী), ওয়ার্ড নং-৬, সুইলপুর ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়াদের কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা নং-৩ তারিখ-৪-১২-২৪খ্রি: ৩৯২ ধারা মামলা হয়।

এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে জানান,দস্যুতার লুন্ঠিত মালামাল উদ্ধার, অস্ত্র সহ গ্রেফতার করা হয় ।থানায় মামলা রজু হয়েছে । আসামীদের কে কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে । আসামি শাকিল এর বিরুদ্ধে, হত্যা,মাদক,দস্যুতা,সন্ত্রাসী ও ডাকাতি মামলা সহ ১৫ টি মামলা চলমান এবং বিচারাধীন আছে । আমাদের অভিযান চলমান আছে। দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

সরাইল থানা পুলিশের অভিযানে ৪ জন দস্যুতার অভিযোগে গ্রেফতার

Update Time : 06:54:58 am, Thursday, 5 December 2024

ওমর, সিলেট বিভাগীয় ব্যুরো চিফঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ জাহিদ আহসান এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ মোঃ জয়নাল আবেদীন, এসআই(নিরস্ত্র)/মো. ফারুক হোসেন, এএসআই(নিরস্ত্র)/ রুবেল আখন’দের সমন্বয়ে সঙ্গীয় ফোর্স সহ গঠিত সরাইল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । ৪ই ডিসেম্বর ২০২৪খ্রিঃ তারিখে রোজ বুধবার,অনুমান রাত ০০.০৫ ঘটিকায় ছিনতাই করা মালামাল উদ্ধার সহ ৪(চার) জন কে গ্রেফতার করে ।

ছিনতাইকারী-(১) আরমান (২২), পিতা— ছিদ্দিক মিয়া, সাং-গলানিয়া(বাজাইন্না আডি), থানা—সরাইল, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,বর্তমান সাং-খাটিহাতা, গুচ্ছগ্রাম, বুধল ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,(২) মোঃ আলম (২৫), পিতা— আব্দুল হক, সাং—খাটিহাতা, গুচ্ছগ্রাম, বুধল ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া,(৩) মোঃ শাহিন (২৩), পিতা— আল আমিন, সাং—দারমা (বাবুল মেম্বার এর বাড়ী), মজলিশপুর ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়া, (৪) মোঃ শাকিল মোল্লা (৩৫), পিতা— মৃত আব্দুল আজিজ মোল্লা, সাং—ঘাটুরা (মোল্লা বাড়ী), ওয়ার্ড নং-৬, সুইলপুর ইউপি, থানা—ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা—ব্রাহ্মনবাড়িয়াদের কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা নং-৩ তারিখ-৪-১২-২৪খ্রি: ৩৯২ ধারা মামলা হয়।

এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে জানান,দস্যুতার লুন্ঠিত মালামাল উদ্ধার, অস্ত্র সহ গ্রেফতার করা হয় ।থানায় মামলা রজু হয়েছে । আসামীদের কে কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে । আসামি শাকিল এর বিরুদ্ধে, হত্যা,মাদক,দস্যুতা,সন্ত্রাসী ও ডাকাতি মামলা সহ ১৫ টি মামলা চলমান এবং বিচারাধীন আছে । আমাদের অভিযান চলমান আছে। দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি ।