Dhaka 12:35 am, Saturday, 22 November 2025

আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেইঃ সাইফুল হক

  • Reporter Name
  • Update Time : 12:19:47 pm, Sunday, 10 November 2024
  • 174 Time View

অগ্নিশিখা প্রতিবেদকঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতখানি দেউলিয়া যে তাদের এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা জ্ঞাপনের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতটা দেউলিয়া যে, তাদেরকে এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হবার কোন সুযোগ নেই। হাজারও ছাত্র শ্রমিক জনতার হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ’৮৭ সালের শহিদ নূর হোসেন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে না। গণহত্যার জন্য দায়ী অনুসোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোন অবকাশ নেই।

তিনি বলেন, গণআন্দোলন-গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন আকাঙ্খার সাথে প্রতারণা করা হয়েছে; বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শহিদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল, কিন্তু স্বৈরতন্ত্রের যেমন বিনাশ হয়নি; তেমনি ২০২৪ এর গণঅভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায় দিয়েছে, কিন্তু এখনও অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে।

তিনি বলেন, শেকড়সহ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। শহিদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে।

এর আগে শহিদ নূর হোসেনের সংগ্রামী স্মৃতির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, মীর রেজাউল আলম, ঢাকা মহানগর সদস্য জোনায়েত হোসেন,আরিফুল ইসলামসহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

সরাইল জাতীয় নাগরিক পার্টি উঠান বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেইঃ সাইফুল হক

Update Time : 12:19:47 pm, Sunday, 10 November 2024

অগ্নিশিখা প্রতিবেদকঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতখানি দেউলিয়া যে তাদের এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা জ্ঞাপনের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতটা দেউলিয়া যে, তাদেরকে এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হবার কোন সুযোগ নেই। হাজারও ছাত্র শ্রমিক জনতার হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ’৮৭ সালের শহিদ নূর হোসেন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে না। গণহত্যার জন্য দায়ী অনুসোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোন অবকাশ নেই।

তিনি বলেন, গণআন্দোলন-গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন আকাঙ্খার সাথে প্রতারণা করা হয়েছে; বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শহিদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল, কিন্তু স্বৈরতন্ত্রের যেমন বিনাশ হয়নি; তেমনি ২০২৪ এর গণঅভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায় দিয়েছে, কিন্তু এখনও অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে।

তিনি বলেন, শেকড়সহ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। শহিদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে।

এর আগে শহিদ নূর হোসেনের সংগ্রামী স্মৃতির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, মীর রেজাউল আলম, ঢাকা মহানগর সদস্য জোনায়েত হোসেন,আরিফুল ইসলামসহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।