জাতীয় পার্টির কার্যালয় ঘিরে পুলিশের সতর্ক অবস্থান
- Update Time : 09:15:21 am, Saturday, 2 November 2024
- / 218 Time View
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে কাউকে ভিড়তে দিচ্ছে না পুলিশ। শনিবার সকাল থেকে পার্টির কেন্দ্রীয় অফিসে কোনো নেতাকর্মীরও দেখা মেলেনি।
শনিবার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। উৎসুক লোকজন ভিড় জমাতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করেছে। নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, ৩১ অক্টোবর সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গেলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই হামলার অভিযোগ করেছে, যা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
















