বিএনপির ৩৬ নেতা কর্মীর উপর দায়ের করা মিথ্যা মামলার রায় ঘোষণা
- Update Time : 11:17:14 am, Tuesday, 29 October 2024
- / 239 Time View
ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৬ জন নেতা-কর্মীর উপর সাজানো মিথ্যা মামলার রায় ঘোষণা করেছে সিলেট দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আদালত এ রায় ঘোষণা করেছে। ২০১৮ সালে দায়ের করা সাজানো নাশকতা মামলায় স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ যুবদল, সেচ্ছাসেসেবক দল ও ছাত্রদলের ৩৬ নেতা-কর্মীদের উপর বিগত স্বৈরাচার সরকারের আমলে এ মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় বিজ্ঞন আদালত নেতৃবৃন্দকে নির্দোষ প্রমাণ করে রায় ঘোষণা করেছে।
আদালতের রায়ে বলা হয়েছে, মামলার নথিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। বিএনপি পক্ষের আইনজীবীরা জানান, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। খালাস পাওয়া নেতাদের মধ্যে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা ও রয়েছেন। রায়ের পর বিএনপি নেতারা আনন্দ প্রকাশ করেছেন এবং আদালতের ন্যায়বিচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

























