খুলনায় বারছে ডেঙ্গুর প্রকোপ তিল ধরণের ঠাঁই নিয়ে হাসপাতালে
- Update Time : 11:27:45 am, Monday, 28 October 2024
- / 200 Time View
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ফুলতলাঃ খুলনায় দিন দিন ডেঙ্গুর প্রকোপ। অনেক চেষ্টা করেও হাসপাতালে ভর্তি হতে পারছে না রোগীরা।রাত ২ টা থেকে সকাল দশটা পর্যন্ত চেষ্টা করে একটি বেসরকারি হাসপাতলে ভর্তির সুযোগ পান সেতু নামের এক প্রবীণ আইনজীবীর সন্তান। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে বাসায় রেখেই, বিশেষজ্ঞদের পরামর্শে, চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শুক্রবার দিবাগত রাতে অবস্থার অবনতি হলেই চেষ্টা চলে হাসপাতালে ভর্তির।
খুলনার বেশ কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়,খুলনার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটিতে তিল ধরনের ঠাই নেই। দারণ ক্ষমতার তিন গুণের ও বেশি রোগী ভর্তি সেখানে। সরকারি হাসপাতাল গুলোর মধ্যে জেনারেল হাসপাতালে বেড ফাঁকা থাকলেও এখানের চিকিৎসার উপর আস্থা নেই ওই রোগীদের। এজন্য নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতলে চেষ্টার শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক হাসপাতালে সুযোগ হলো অন্য এক রোগীর ছারের পর,জানা যায় খুমেক হাসপাতালে মেডিসিন বিভাগের একাধিক ওয়ার্ড থাকলেও ডেঙ্গু রোগীদের জন্য নেই পৃথক ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ড গুলোতে রেখেই চিকিৎসা দেওয়া হয়
ডেঙ্গু রোগীদের। এতে অন্য রোগীদেরও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

















