৩০ নভেম্বর পর্যন্ত হজের নিবন্ধনের সময় বাড়ল
- Update Time : 06:03:31 am, Thursday, 24 October 2024
- / 217 Time View
নিজস্ব প্রতিবেদকঃ হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়িয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জারি করা বিজ্ঞপ্তিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে চলতি বছরের ২৫ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।













