ঘেরাও কর্মসূচি, হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার
- Update Time : 06:32:54 am, Wednesday, 16 October 2024
- / 217 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও কর্মসূচি রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ গতকাল এ ঘোষণা দেন।
এ কর্মসূচি ঘিরে আজ সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সকাল থেকে হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হাইকোর্ট মাজার গেটে নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্য বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা এখানে আজ দায়িত্ব পালন করছি।















