ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- Update Time : 07:14:16 am, Sunday, 6 October 2024
- / 249 Time View
ওমর, সিলেট বিভাগীয় ব্যুরো চিফঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার এএসআই(নিরস্ত্র) গোলাম সামদানী সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২০(বিশ) বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার করেন।
শুক্রবার (৪ঠা অক্টোবর) সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিডিয়া প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন পলাতক থাকা ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করতে সক্ষম হই । থানা এলাকা আমাদের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে । আসামিকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে । আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি । আমাদের অভিযান অব্যাহত আছে ।
সূত্রে জানা যায়, সরাইল থানার ২০১৪ সালের অস্ত্র আইনের একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ম জজ আদালত এই সাজা প্রদান করেন। আসামির নাম- সাইফুল ইসলাম(শাওন পাঠান) পিতা- হানিফ পাঠান সাং- সরাইল পাঠানপাড়া, থানা- সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া।বিশেষ ট্রাইঃ মামলা নং- ১৩/২০১৫ জিআর- ৫৯৯/২০১৪ সরাইল থানার মামলা নং- ০৩, তারিখ- ০১/১১/২০১৪ইং।
.




















