Dhaka 12:38 pm, Saturday, 22 November 2025

হেদায়েতি মামলা- রাজনীতিতে সন্ত্রাসীদের আজকের অলংকার

  • Reporter Name
  • Update Time : 06:31:18 am, Thursday, 19 September 2024
  • 230 Time View

অনুসন্ধানী প্রতিবেদনঃ বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে কিছু হেদায়েতী মামলা হয়েছে সমাজের উশৃংখল ভূমি দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে যাহারা রাজনীতির ‌‌‌‌` র , জানে না অতঃপর বিগত বিএনপি শাসনামলেও সন্ত্রাসী কার্যকলাপের দায়ে একাধিক মামলা ছিল তাদের বিরুদ্ধে, এ সমস্ত সন্ত্রাসীদের দাবিয়ে রাখতে প্রতিপক্ষ কর্তৃক মেধা যোগ্যতা সম্পন্ন আদর্শবান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে হীন উদ্দেশ্য প্রশাসন কতৃক তাদের নাম ঢুকিয়ে কিছু হেদায়েতি মামলা করা হয়েছে,যার অধিকাংশ ক্ষেত্রে নৈপত্তে রয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ, যারা ঐ সকল সন্ত্রাসীদের নিত্য নতুন উৎপীড়ন নির্যাতনে শিকার হয়ে প্রশাসনের ধারে ধারে ঘুরে উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে বিনিয়োগ ঘটিয়ে এ সকল মামলা গুলো ওদের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেছেন অনেকে । আজ তারা রাজনৈতিক মামলার কল্যাণে এগুলোকে অলংকার হিসেবে পরিধান করে অনেকে নিজেদের ভাগ্য বিধাতা মনে করে রাজনৈতিক নেতা মনে করছেন। বর্তমানে তারা ৫ই আগষ্টের পর যেন আলাদীনের চেরাগ হাতে পেয়েছেন,তারা এখন দলীয় ব্যানারে ত্রাসের উন্মুত্ত খেলায় মেতে উঠেছেন,কথা হলো দুষ্কৃতিকারী যে দলের হোক সে দলেরই বিষফোঁড়া কারণ তাহারা প্রকৃত নীতিগত আদর্শবাদী নেতাকর্মীদের গার মটকাতে দ্বিধা করে না, ওরা সমাজের শান্তি-শৃঙ্খলা কেড়ে নিচ্ছে তাদের লাগাম টেনে না ধরার কারণে সাধারণ মানুষ দলের প্রতি আস্থা হারাচ্ছেন। [যাকে বলে বাঁশের চেয়ে কঞ্চি বড় ] এমন একটি ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানাযায় গাজীপুরের কাশিমপুর থানাধীন এক ভয়ঙ্কর কিলারের নিত্যদিনের কর্মযজ্ঞের কথা, যাহার নাম রমজান আলী, তাহার বড় ভাই ইদ্রিস আলী, পিতা মৃত আবেদ আলী, যাহারা পূর্ব এনায়েতপুরের স্হায়ী বাসিন্দা, ত্রাসের রাজত্বে তাহারা উক্ত এলাকার একচ্ছত্র অধিপতি, অন্তর থেকে সাধারণ নাগরিক /প্রজারা তাদের সমর্থন না করলেও অন্তরে ঘৃণা চেপে রেখে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে টু শদ্ধ হলেই চলে ধ্বংসাত্মক আক্রমণ , কারণ বড় ভাই ইদ্রিস আলী উক্ত এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছোট ভাই রমজান আলী ২০০৪ সালের গোড়ার দিকে উক্ত এলাকার হাছান মোল্লা,আজহার মোল্লা, শুকুর আলী গং সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে মামলার মোকদ্দমার ধুম্রজাল সৃষ্টি হলে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় বিএনপিতে যোগদান করে। এরপর হতে তাকে আর পিছনে তাকাতে হয়নি বাবু নামের এক ভয়ংকর কিলারকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের মহারাজত্ব, ২০০৭ গাজীপুরের জনি নামের এক ব্যক্তির জমি দখল করতে গিয়ে সন্ত্রাসী /চাঁদাবাজি মামলায় আসামি বনে দীর্ঘদিন জেল হাজতে থাকা অবস্থায় একজন সমর্থক হিসেবে স্থানীয় নেতৃবৃন্দের সান্নিধ্যে দীর্ঘদিন পর মুক্তি লাভ করে । তখন থেকে আরো বেপরোয়া গতিতে শুরু করেন ভূমি দালালি, দস্যু বৃত্তি উক্ত এলাকায় বসবাসরত দুর্বল মানুষদের বসতবাড়ির কাগজপত্রের ফাঁক-ফোকর গলিয়ে সৃজনশীল কাগজ তৈরি করে কোন প্রকার আইনি প্রক্রিয়ার ছাড়াই অসহায় মানুষদের জিম্মি করে উচ্ছেদ করে দস্যুপনার মত কার্যক্রম চালাতে গিয়ে এলাকায় উঠতি বয়সের মাদকাসক্ত ছেলেদের নিয়ে গড়ে তুলেন সন্ত্রাসী বাহিনী ও তাদের অভয়াশ্রম। গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনে দেশের সাধারণ মানুষ যখন বিজয়ের উল্লাসে টালমাতাল বিভিন্ন দলীয় ব্যানারে বিজয় মিছিল চলছে তখন তিনি মেতে উঠেছেন রাষ্ট্রীয় সম্পত্তিতে বসবাসরত সাধারণ নাগরিকদের উচ্ছেদের নেতৃত্বে, ভুক্তভোগী আবুল কাশেম নামের একজন ছাত্রদলের পদদারী নেতা। স্থানীয়দের তথ্য অনুযায়ী ভূমির বিবরণীতে জানা যায় গোবিন্দ বাড়ি মৌজা এসএ ১নং খতিয়ানের ৮২৫ দাগের আর এস ২৭৭৪ দাগের ৫০০ খতিয়ানে ২,৫৩ শতক ভূমি প্রতারণামূলক লেখনীতে ব্যক্তি মালিকানার রেকর্ড হওয়ার সুবাদে এর কাতে ১০ শতক ভূমি আরএস রেকর্ডের মালিকানার ওয়ারিশানদের নিকট হতে নামে মাত্র মুল্য চুকিয়ে কাশিমপুর ভূমি অফিসের তথ্য মতে কোন প্রকার খাজনা খারিজ ছাড়া উক্ত এলাকার রব মিয়া নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে।

বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নজরে এলে এনিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকদের মারপিট করে চাঁদাবাজি মামলা দায়ের করে রমজান আলী , সাংবাদিকরা তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডার দায়ে মামলা দায়ের করিলে বড় ভাই ইদ্রিস আলী কিছুদিন জেল হাজতে ছিলেন। বিষয়টি জেলা প্রশাসক অবগত হওয়ায় কাশিমপুর ভূমি অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন,এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভূমি দখলের জন্য কাশিমপুর ভূমি অফিস কর্তৃক রাষ্ট্রীয় সম্পত্তি দখলের দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হইয়াছে। বর্তমানে রমজানের দাপটে গোপন সমঝোতায় কাশিমপুর সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ ভূমি দখলের ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকায় বসবাসরত যাকে ইচ্ছে তাকে ভিন্ন ভিন্ন কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে চলছে কিলার রমজান বাহিনী । তার অপকর্মের আরো বিষদ তথ্য নির্ভর সংবাদ প্রকাশিত হবে আগামীকালের পত্রিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

হেদায়েতি মামলা- রাজনীতিতে সন্ত্রাসীদের আজকের অলংকার

Update Time : 06:31:18 am, Thursday, 19 September 2024

অনুসন্ধানী প্রতিবেদনঃ বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে কিছু হেদায়েতী মামলা হয়েছে সমাজের উশৃংখল ভূমি দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে যাহারা রাজনীতির ‌‌‌‌` র , জানে না অতঃপর বিগত বিএনপি শাসনামলেও সন্ত্রাসী কার্যকলাপের দায়ে একাধিক মামলা ছিল তাদের বিরুদ্ধে, এ সমস্ত সন্ত্রাসীদের দাবিয়ে রাখতে প্রতিপক্ষ কর্তৃক মেধা যোগ্যতা সম্পন্ন আদর্শবান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে হীন উদ্দেশ্য প্রশাসন কতৃক তাদের নাম ঢুকিয়ে কিছু হেদায়েতি মামলা করা হয়েছে,যার অধিকাংশ ক্ষেত্রে নৈপত্তে রয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ, যারা ঐ সকল সন্ত্রাসীদের নিত্য নতুন উৎপীড়ন নির্যাতনে শিকার হয়ে প্রশাসনের ধারে ধারে ঘুরে উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে বিনিয়োগ ঘটিয়ে এ সকল মামলা গুলো ওদের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেছেন অনেকে । আজ তারা রাজনৈতিক মামলার কল্যাণে এগুলোকে অলংকার হিসেবে পরিধান করে অনেকে নিজেদের ভাগ্য বিধাতা মনে করে রাজনৈতিক নেতা মনে করছেন। বর্তমানে তারা ৫ই আগষ্টের পর যেন আলাদীনের চেরাগ হাতে পেয়েছেন,তারা এখন দলীয় ব্যানারে ত্রাসের উন্মুত্ত খেলায় মেতে উঠেছেন,কথা হলো দুষ্কৃতিকারী যে দলের হোক সে দলেরই বিষফোঁড়া কারণ তাহারা প্রকৃত নীতিগত আদর্শবাদী নেতাকর্মীদের গার মটকাতে দ্বিধা করে না, ওরা সমাজের শান্তি-শৃঙ্খলা কেড়ে নিচ্ছে তাদের লাগাম টেনে না ধরার কারণে সাধারণ মানুষ দলের প্রতি আস্থা হারাচ্ছেন। [যাকে বলে বাঁশের চেয়ে কঞ্চি বড় ] এমন একটি ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানাযায় গাজীপুরের কাশিমপুর থানাধীন এক ভয়ঙ্কর কিলারের নিত্যদিনের কর্মযজ্ঞের কথা, যাহার নাম রমজান আলী, তাহার বড় ভাই ইদ্রিস আলী, পিতা মৃত আবেদ আলী, যাহারা পূর্ব এনায়েতপুরের স্হায়ী বাসিন্দা, ত্রাসের রাজত্বে তাহারা উক্ত এলাকার একচ্ছত্র অধিপতি, অন্তর থেকে সাধারণ নাগরিক /প্রজারা তাদের সমর্থন না করলেও অন্তরে ঘৃণা চেপে রেখে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে টু শদ্ধ হলেই চলে ধ্বংসাত্মক আক্রমণ , কারণ বড় ভাই ইদ্রিস আলী উক্ত এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছোট ভাই রমজান আলী ২০০৪ সালের গোড়ার দিকে উক্ত এলাকার হাছান মোল্লা,আজহার মোল্লা, শুকুর আলী গং সাথে পারিবারিক সম্পত্তি নিয়ে মামলার মোকদ্দমার ধুম্রজাল সৃষ্টি হলে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় বিএনপিতে যোগদান করে। এরপর হতে তাকে আর পিছনে তাকাতে হয়নি বাবু নামের এক ভয়ংকর কিলারকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের মহারাজত্ব, ২০০৭ গাজীপুরের জনি নামের এক ব্যক্তির জমি দখল করতে গিয়ে সন্ত্রাসী /চাঁদাবাজি মামলায় আসামি বনে দীর্ঘদিন জেল হাজতে থাকা অবস্থায় একজন সমর্থক হিসেবে স্থানীয় নেতৃবৃন্দের সান্নিধ্যে দীর্ঘদিন পর মুক্তি লাভ করে । তখন থেকে আরো বেপরোয়া গতিতে শুরু করেন ভূমি দালালি, দস্যু বৃত্তি উক্ত এলাকায় বসবাসরত দুর্বল মানুষদের বসতবাড়ির কাগজপত্রের ফাঁক-ফোকর গলিয়ে সৃজনশীল কাগজ তৈরি করে কোন প্রকার আইনি প্রক্রিয়ার ছাড়াই অসহায় মানুষদের জিম্মি করে উচ্ছেদ করে দস্যুপনার মত কার্যক্রম চালাতে গিয়ে এলাকায় উঠতি বয়সের মাদকাসক্ত ছেলেদের নিয়ে গড়ে তুলেন সন্ত্রাসী বাহিনী ও তাদের অভয়াশ্রম। গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনে দেশের সাধারণ মানুষ যখন বিজয়ের উল্লাসে টালমাতাল বিভিন্ন দলীয় ব্যানারে বিজয় মিছিল চলছে তখন তিনি মেতে উঠেছেন রাষ্ট্রীয় সম্পত্তিতে বসবাসরত সাধারণ নাগরিকদের উচ্ছেদের নেতৃত্বে, ভুক্তভোগী আবুল কাশেম নামের একজন ছাত্রদলের পদদারী নেতা। স্থানীয়দের তথ্য অনুযায়ী ভূমির বিবরণীতে জানা যায় গোবিন্দ বাড়ি মৌজা এসএ ১নং খতিয়ানের ৮২৫ দাগের আর এস ২৭৭৪ দাগের ৫০০ খতিয়ানে ২,৫৩ শতক ভূমি প্রতারণামূলক লেখনীতে ব্যক্তি মালিকানার রেকর্ড হওয়ার সুবাদে এর কাতে ১০ শতক ভূমি আরএস রেকর্ডের মালিকানার ওয়ারিশানদের নিকট হতে নামে মাত্র মুল্য চুকিয়ে কাশিমপুর ভূমি অফিসের তথ্য মতে কোন প্রকার খাজনা খারিজ ছাড়া উক্ত এলাকার রব মিয়া নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে।

বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নজরে এলে এনিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকদের মারপিট করে চাঁদাবাজি মামলা দায়ের করে রমজান আলী , সাংবাদিকরা তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডার দায়ে মামলা দায়ের করিলে বড় ভাই ইদ্রিস আলী কিছুদিন জেল হাজতে ছিলেন। বিষয়টি জেলা প্রশাসক অবগত হওয়ায় কাশিমপুর ভূমি অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন,এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভূমি দখলের জন্য কাশিমপুর ভূমি অফিস কর্তৃক রাষ্ট্রীয় সম্পত্তি দখলের দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হইয়াছে। বর্তমানে রমজানের দাপটে গোপন সমঝোতায় কাশিমপুর সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ ভূমি দখলের ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকায় বসবাসরত যাকে ইচ্ছে তাকে ভিন্ন ভিন্ন কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে চলছে কিলার রমজান বাহিনী । তার অপকর্মের আরো বিষদ তথ্য নির্ভর সংবাদ প্রকাশিত হবে আগামীকালের পত্রিকা।