নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে ঐক্যবদ্ধ উঠান বৈঠক
- Update Time : 09:14:23 pm, Friday, 30 January 2026
- / 70 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে শুক্রবার বিকেলে ৪টায় সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড পাইনাদি নতুন মহল্লায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি২০২৬) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষা করা আমাদের সবার মূল দায়িত্ব। বর্তমান সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও দক্ষ নেতা, যিনি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে তৃণমূল পর্যায় থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুল ইসলাম রবি, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। তিনি বলেন, সকল স্তরের নেতা-কর্মীকে একত্রিত হয়ে প্রার্থীর বিজয় নিশ্চিত করা এবং গণতন্ত্রের পক্ষে মাঠে সক্রিয় থাকা আমাদের জাতীয় দায়িত্ব।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মোঃ মনির হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ থানা। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা অপরিহার্য। প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন: মোহাম্মদ জিএম সুমন মুন্সী, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দল, মোহাম্মদ ডালিম, সদস্য, সোনারগাঁ থানা বিএনপি,মোঃ হারুন রশীদ মিঠু, সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল,মোঃ সেলিম, প্রচার সম্পাদক, সোনারগাঁ থানা বিএনপি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দল,মোহাম্মদ জাকির হোসেন, সহ সংগঠনিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দল।
সভা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ থানা।





















