কদমতলীতে নারী নেত্রীর ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ
- Update Time : 06:42:42 pm, Thursday, 29 January 2026
- / 23 Time View
ঢাকা-৪ আসনের নির্বাচনী প্রচারণায় নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কদমতলীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার সকালে কুদরত আলী বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলোত্তর সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন অভিযোগ করেন, এটি নারীর প্রতি সহিংসতা এবং নির্বাচনী পরিবেশ নষ্টের চক্রান্ত। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

























