ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১
- Update Time : 01:14:44 pm, Thursday, 29 January 2026
- / 29 Time View
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) রাত প্রায় ৯টা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।
আটকের সময় তার কাছ থেকে ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং ২ রাউন্ড ৭.৬৫ মি.মি. গুলি উদ্ধার করা হয়।
পরে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্পসমূহকে সহযোগিতা করার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।


























