কেন্দ্র দখল প্রতিহতের আহ্বান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের
- Update Time : 05:54:59 pm, Wednesday, 28 January 2026
- / 31 Time View
কেন্দ্র দখল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, কেউ কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করতে হবে। এ সময় তিনি মুরাদনগরের উন্নয়ন, মা-বোনদের সম্মান রক্ষা এবং চাঁদাবাজমুক্ত করতে করতে কুমিল্লা-৩ আসনের ১১ দলীয় প্রার্থী ইউসুফ সোহেলকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
আজ বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি সব সময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়ন বঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি।’
এগারো দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করছি- এমনটি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তবে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে। মুরাদনগরের মানুষ যেন আর কখনো বঞ্চিত না হয় তার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা কোনো দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।’
কুমিল্লা তিন মুরাদনগর আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, আপনারা আগামী ১২২ ফেব্রুয়ারি ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট প্রদানে কোনো বাঁধা প্রদান করা হয়, তবে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউ দাউ করে জলবে।























