আসন্ন নির্বাচনে গণভোট বিজয়ী হলে দীর্ঘ মেয়াদী সুফল পাবে বাংলাদেশ: আসিফ মাহমুদ সজিব ভূইয়া
- Update Time : 01:04:35 am, Wednesday, 28 January 2026
- / 28 Time View
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভোটাররা দুটি ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
কুমিল্লা টাউন হল মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী পথযাত্রায় তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিতে পারবেন।
আসিফ মাহমুদ আরও বলেন, ১১ দলীয় জোট দেশের ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আমাদের বিশ্বাস, জনগণ এই প্রার্থীদের বিজয়ী করবে। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ আরও দীর্ঘমেয়াদি সুফল পাবে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে।
তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেই প্রতীকে ভোট দেন না কেন—দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা কিংবা ধানের শীষ—গণভোটের ব্যালেটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিন। বাংলাদেশের ভবিষ্যৎ, দীর্ঘমেয়াদি সংস্কার এবং টেকসই সুফলের জন্য আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ দেব, ইনশাআল্লাহ।”
সজীব বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মনোনয়ন বাছাই শুরুতেই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধকরণের মাধ্যমে পক্ষপাতিত্ব করা হয়েছে। তিনি আরও বলেন, “জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়ার ঘটনাই প্রমাণ করে নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”
তিনি কুমিল্লা বিভাগের বাস্তবায়নের বিষয়েও মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার কুমিল্লা বিভাগের প্রস্তাবনার উদ্যোগ নিয়েছিল। তবে ফ্যাসিবাদের সময় নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। গত দেড় বছরে পুনরায় প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ শেষ পর্যায়ে রয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত, মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. সোলাইমান, এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মো. তৌফিক, এবং এনসিপির চাঁদপুর জেলা আহবায়ক মাহবুব আলম।
সভায় এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।



















