বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
- Update Time : 11:29:16 pm, Tuesday, 27 January 2026
- / 26 Time View
সিলেটের বিশ্বনাথ উপজেলায় অজ্ঞাত নম্বর থেকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন এক লন্ডন প্রবাসী। হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী মোঃ সোনা মিয়া (৪৯) উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং: ১৪০৯-২৭/০১/২৬ ইং।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, লন্ডন প্রবাসী সোনা মিয়া বাৎসরিক ছুটিতে দেশে আসার পর থেকে একটি অজ্ঞাত মোবাইল নম্বর (০১৩২১-৫৭৯৬২৭) থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর (৪৪৭৮৭৭০৫৪০৬৩ ও ০১৩০৫২৬১৯৬৯) এবং হোয়াটসঅ্যাপে বারবার ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সোনা মিয়া বলেন, “আমি লন্ডন থেকে ছুটিতে দেশে আসার পর থেকেই অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে ফোনে হুমকি দিয়ে আসছে। বিষয়টি ভবিষ্যতের জন্য প্রশাসনের নজরে রাখতে থানায় সাধারণ ডায়েরী করেছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























