নিউজ টাইটেল :
চট্টগ্রামে আমীরে জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল নামবে: এস এম লুৎফর রহমান
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
- Update Time : 12:07:07 am, Tuesday, 27 January 2026
- / 31 Time View
চট্টগ্রামে আমীরে জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল নামবে: এস এম লুৎফর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সমাবেশে লাখো শ্রমিক ও মেহনতী মানুষের ব্যাপক উপস্থিতি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। গতকাল সোমবার (২৬ জানুয়ারী) নগরের জামালখানে ফেডারেশনের মহানগর কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান। সমাবেশ আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এস এম লুৎফর রহমান বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছে। শ্রমিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও শক্তিশালী করবে এবং চলমান গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ বাধাগ্রস্ত হয়ে আসছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে শ্রমিক সমাজ তার সাংবিধানিক অধিকার ফিরে পাবে। ১১ দলীয় ঐক্যের বিজয় কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; এটি হবে শ্রমিক জনতার অধিকার পুনরুদ্ধার ও মর্যাদাভিত্তিক রাজনীতির সূচনা।”
প্রস্তুতি সভায় মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স.ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক সাব্বির আহমদ উসমানী।
Tag :
Please Share This Post in Your Social Media
-
Last Update
-
জনপ্রিয় পোস্ট
News Title :





















