Dhaka 11:54 pm, Monday, 26 January 2026
সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : 07:59:07 pm, Monday, 26 January 2026
  • / 44 Time View
৫৫

দৈনিক যায়যায়দিন ও কক্সবাজার নিউজ–সিবিএন মাল্টিমিডিয়ার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানিকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। রোববার (২৫ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরাফাত সানির স্ত্রী জানান, আটকের আগে তাঁর স্বামী সেন্টমার্টিনে অবস্থান করছিলেন। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে দ্বীপ থেকে ফেরার সময় শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা তাঁকে আটক করেন। পরে একটি “সাজানো নাটকের” অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগ আনা হয়।

তিনি দাবি করেন, আটক করার সময় ঘাটে তাঁর কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের ভাষ্যমতে, কোস্টগার্ড সদস্যরা চা খাওয়ার কথা বলে আরাফাত সানিকে ঘাট থেকে নিয়ে যান। এরপর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দিয়ে মামলা সাজানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আরাফাত সানি দীর্ঘদিন ধরে সীমান্ত জনপদ টেকনাফে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে আসছেন। বিভিন্ন সময় তাঁর প্রতিবেদনে বিভিন্ন বাহিনীর বিতর্কিত অভিযানের সমালোচনা উঠে আসে। এ কারণে ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ড প্রতিশোধমূলকভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আটকের পর আরাফাত সানির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং তাঁকে থানায় একবারও দেখা করতে দেওয়া হয়নি। কোস্টগার্ড ও আইএসপিআরের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তির তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার আদালতে হাজির করা হলে আরাফাত সানি আদালত প্রাঙ্গণে প্রতিবাদ জানান এবং দাবি করেন, ভুক্তভোগীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় তাঁকে টার্গেট করা হয়েছে। বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এদিকে, কোনো পূর্ব মামলা না থাকা এবং তাঁর কাছ থেকে কোনো আলামত জব্দ না করেই গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে

Update Time : 07:59:07 pm, Monday, 26 January 2026
৫৫

দৈনিক যায়যায়দিন ও কক্সবাজার নিউজ–সিবিএন মাল্টিমিডিয়ার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানিকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। রোববার (২৫ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরাফাত সানির স্ত্রী জানান, আটকের আগে তাঁর স্বামী সেন্টমার্টিনে অবস্থান করছিলেন। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে দ্বীপ থেকে ফেরার সময় শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা তাঁকে আটক করেন। পরে একটি “সাজানো নাটকের” অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগ আনা হয়।

তিনি দাবি করেন, আটক করার সময় ঘাটে তাঁর কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের ভাষ্যমতে, কোস্টগার্ড সদস্যরা চা খাওয়ার কথা বলে আরাফাত সানিকে ঘাট থেকে নিয়ে যান। এরপর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দিয়ে মামলা সাজানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আরাফাত সানি দীর্ঘদিন ধরে সীমান্ত জনপদ টেকনাফে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে আসছেন। বিভিন্ন সময় তাঁর প্রতিবেদনে বিভিন্ন বাহিনীর বিতর্কিত অভিযানের সমালোচনা উঠে আসে। এ কারণে ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ড প্রতিশোধমূলকভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আটকের পর আরাফাত সানির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং তাঁকে থানায় একবারও দেখা করতে দেওয়া হয়নি। কোস্টগার্ড ও আইএসপিআরের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তির তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার আদালতে হাজির করা হলে আরাফাত সানি আদালত প্রাঙ্গণে প্রতিবাদ জানান এবং দাবি করেন, ভুক্তভোগীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় তাঁকে টার্গেট করা হয়েছে। বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এদিকে, কোনো পূর্ব মামলা না থাকা এবং তাঁর কাছ থেকে কোনো আলামত জব্দ না করেই গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।