তৃণমূলের আস্থা থেকে নির্বাচনী দায়িত্ব, নতুন ভূমিকায় মো. জাফর ইকবাল
- Update Time : 02:01:56 pm, Monday, 26 January 2026
- / 22 Time View
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার রাজনীতিতে তৃণমূলের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত মো. জাফর ইকবাল আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আসন–৮৩ (ঝিনাইদহ–৩)-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ মেহেদী হাসান (রনি)-এর সমর্থনে গঠিত ঝিনাইদহ–৩ নির্বাচন পরিচালনা কমিটি-র আওতাধীন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের, সমন্বয়, প্রচারণা ও পরিচালনা কমিটির
৯ নং যাদবপুর ইউনিয়ন (অঙ্গ সংগঠন)-এ
মো. জাফর ইকবালকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলের ভেতরে তার দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবেই এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. জাফর ইকবাল বলেন,
মহেশপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক নেতৃবৃন্দ যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করবো।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও চাপের মধ্যেও তিনি দলীয় আদর্শে অবিচল থেকেছেন। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক শৃঙ্খলা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে তিনি দীর্ঘদিন ধরেই একজন আস্থাভাজন সংগঠক হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা জানান, নির্বাচনী সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা, কর্মীদের সক্রিয় করা এবং জনসম্পৃক্ততা বাড়াতে মো. জাফর ইকবালের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলভিত্তিক নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের এভাবে দায়িত্ব প্রদান নির্বাচনী মাঠে দলকে আরও শক্তিশালী করবে।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মো. জাফর ইকবালের রাজনৈতিক যাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়—যা ঝিনাইদহ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।























