মাদারীপুর-৩ আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- Update Time : 10:34:38 pm, Sunday, 25 January 2026
- / 22 Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম মৃধার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী মঠের বাজার প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট মাদারীপুর জেলা আমীর মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান খান। এছাড়াও ১০ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ কুরআনের আইনে চলবে। সময় এসেছে জনগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। মদিনা সনদের আলোকে দেশ পরিচালিত হবে।”
বিশেষ অতিথি অ্যাডভোকেট মিজানুর রহমান খান বলেন, “জনগণ যেন সমান অধিকার পায়, সে লক্ষ্য নিয়েই ১০ দলীয় ঐক্যজোট কাজ করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মকবুল হোসেন উকিল। সভায় মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম মৃধা নিজেকে জনগণের খাদেম হিসেবে উল্লেখ করে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।






















