Dhaka 9:57 pm, Saturday, 24 January 2026

শীর্ষ সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা : ডিবি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : 05:56:53 pm, Saturday, 24 January 2026
  • / 37 Time View

DMP. FILE PHOTO

৪৫

বিদেশে অবস্থানরত ‘শীর্ষ সন্ত্রাসী’ দিলীপ ওরফে বিনাশের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির (৪৪) হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আজ সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি জানায়, অর্থের বিনিময়ে ভাড়াটে দুই বন্দুকধারী জিন্নাত ও আবদুর রহিম মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দু’জনকেই দেখা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে শুটার আবদুর রহিমকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবদী থানায় রহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ডিবি।

পুলিশ আরও জানায়, দিলীপ ওরফে বিনাশের সঙ্গে গ্রেফতার হওয়া আসামিদের যোগাযোগ রয়েছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজারের হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদঘাটনে ডিবির তদন্ত অব্যাহত রয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে ডিবি জানায়, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদকে (৩২) গ্রেফতার করা হয়। এসময়  একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শীর্ষ সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা : ডিবি

Update Time : 05:56:53 pm, Saturday, 24 January 2026
৪৫

বিদেশে অবস্থানরত ‘শীর্ষ সন্ত্রাসী’ দিলীপ ওরফে বিনাশের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির (৪৪) হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আজ সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি জানায়, অর্থের বিনিময়ে ভাড়াটে দুই বন্দুকধারী জিন্নাত ও আবদুর রহিম মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দু’জনকেই দেখা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে শুটার আবদুর রহিমকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবদী থানায় রহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ডিবি।

পুলিশ আরও জানায়, দিলীপ ওরফে বিনাশের সঙ্গে গ্রেফতার হওয়া আসামিদের যোগাযোগ রয়েছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজারের হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদঘাটনে ডিবির তদন্ত অব্যাহত রয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে ডিবি জানায়, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদকে (৩২) গ্রেফতার করা হয়। এসময়  একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।