ফতুল্লায় গিয়াস উদ্দিনের পক্ষে গণসংযোগ, ফুটবল মার্কায় ভোট চাইলেন নেতাকর্মীরা
- Update Time : 09:20:08 pm, Friday, 23 January 2026
- / 202 Time View
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহামুদ গিয়াস উদ্দিনের পক্ষে ফতুল্লায় গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।
ফতুল্লা থানাধীন ৬ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে ইসদাইর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। গণসংযোগকালে বক্তারা বলেন, তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জনগণের পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ফুটবল মার্কায় ভোট দিয়ে গিয়াস উদ্দিনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোরশেদ আলম খসরু, মো. মাখলেকুর রহমান মান্নান পায়েল, অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ আক্তার হোসেন, দীপ আলম দিগন্তসহ অন্যান্য নেতাকর্মীরা।




















