ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান
- Update Time : 08:33:34 pm, Friday, 23 January 2026
- / 37 Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভাষানটেকের বিআরবি মাঠে এ জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে জনসভামঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঞ্চে তার আগমনের পরপরই দলীয় নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কীসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।
রাতে এ মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।
ভাষানটেকের জনসভায় মানুষের উপস্থিতি। ছবি: বিএনপি মিডিয়া সেল।
ভাষানটেক থানা বিএনপি আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।
এদিকে, জনসভাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাষানটেকের বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেককে হলুদ টুপি, ধানের শীষ আঁকা একরঙা গেঞ্জি, দলীয় চেয়ারম্যানের ছবি সংবলিত টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। এছাড়া ব্যানার, ফেস্টুন ও দলীয় নেতাদের ছবি নিয়েও উপস্থিত হন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল।
উল্লেখ্য, সাত জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফেরেন তারেক রহমান।




















