পালং-জাজিরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) এস এম রাসেলের প্রচার-প্রচারণা জমে উঠেছে
- Update Time : 07:53:48 pm, Friday, 23 January 2026
- / 53 Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলাতেও নির্বাচনী প্রস্তুতি জোরদার হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রধান রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম রাসেল ‘মোটরসাইকেল’ প্রতীক পান। প্রতীক পাওয়ার পরপরই তার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়।
প্রতীক পাওয়ার পর থেকেই পালং ও জাজিরার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে জোরেশোরে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) এস এম রাসেল এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
তিনি বলেন, “আমি পালং-জাজিরার সন্তান। জন্মসূত্রে আমার পৈতৃক বাড়ি জাজিরা সদরে। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি, পালং-জাজিরার ভোটাররা আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইনশাল্লাহ।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নানা আইনি জটিলতা পেরিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন তিনি। ইতোমধ্যে তার প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে বলে দাবি সমর্থকদের।
স্বতন্ত্র এই প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থনই তার মূল শক্তি।




















