সংস্কার বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট জরুরি : ফরিদা আখতার
- Update Time : 08:47:33 pm, Wednesday, 21 January 2026
- / 47 Time View
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “তারা এখনো ওৎ পেতে আছে। সুযোগ পেলেই ফিরে আসতে চায়, তাই আমাদের হাঁটতে দিচ্ছে না। এই বাস্তবতায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, যা আগামী নির্বাচিত সরকারের জন্য পথ সুগম করবে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন—ভোট হবে আনন্দমুখর। কেউ ভয় পাবেন না। সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
বুধবার (২১ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।
সমাবেশের শুরুতে একটি ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণ সম্প্রচার করা হয়। একই সঙ্গে ভোটারদের উদ্বুদ্ধ করতে দেশাত্মবোধক গান ও বিভিন্ন সচেতনতামূলক চিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটাধিকার প্রয়োগে আগ্রহ সৃষ্টি করতেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।























