Dhaka 7:01 pm, Tuesday, 20 January 2026

কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : 02:58:16 pm, Tuesday, 20 January 2026
  • / 40 Time View
৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৩৫)।

আজ মঙ্গলবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি জানান।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট বসে। এ সময় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, তারা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

ওসি রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

Update Time : 02:58:16 pm, Tuesday, 20 January 2026
৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৩৫)।

আজ মঙ্গলবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি জানান।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট বসে। এ সময় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, তারা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

ওসি রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।